![]() |
pc:times |
England have booked their place in the semi-finals of the Cricket World Cup for the first time since 1992.It's the first time the team has qualified for this deciding stage of the tournament in 27 years!
ছোটবৌ: রানীমা, ভাত দেবো ?
[রানীমা একবার তাকালেন, দৃষ্টিতে একটা শূন্যতা , কি যেন ভাবছেন। ....]
ছোটবৌ: রানীমা, ভাত দেবো ? আজ দিদি শুক্তো বানিয়েছে । ঠিক যেমন আপনি ভালোবাসেন, ঘি ভাজা মশলা দিয়ে .....
মহারানী: সাতাশ বছর!!
আমার মনের অবস্থা বুঝতে পারো? সাতাশ বছর!!
তুমি আর কি বুঝবে ছোটবৌ? আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের খেলা। .....
ছোটবৌ: না মানে..... ক্রিকেটই তো! খেলা ! তার জন্য আপনি ভাত খাবেন না? এখনো তো তিন চার দিন দেরি আছে ...
মহারানী: ক্রিকেট শুধু ক্রিকেট ? কেবল "খেলা"? তুমি এটা বলতে পারলে ছোটবৌ?
The only game of a gentleman..........
তোমাকে হরি বলেনি ক্রিকেট মানে কি?
হরি...... হরি.......ও হরি....
ছোটবৌ: I know its an awesome game ! Similar to our Baseball ..আমাদের দেশে ও ....
মহারানী: রাখো তোমার দেশ! ওখানে তো সবই awesome !
তারওপর তুমি কিনা ক্রিকেটের সাথে baseball এর তুলনা করো? কি সাংঘাতিক স্পর্ধা ! তখনই হরিকে পই পই করে বলেছিলাম। ....তা কে শোনে কার কথা.....
যাগ্গে সে সব কথা। আজকে আমি এমনিতেই stressed .
যাও, রাজজোতিষী, রাজবৈদ্য আর রাজপুরোহিত কে তলব করো , আমার দরকারি কথা আছে।
হাতে মাত্র তিনটি দিন !
ছোটবৌ: যথাজ্ঞা রানীমা!
[Enter রাজজোতিষী, রাজপুরোহিত,রাজবদ্যি]
মহারানী (রাজজোতিষীকে):
হাত গুনে বলো দেখি
জিত নাকি হার,
ব্যাটে বলে কয়খানা
হবে মাঠ পার ?
কপালে আছে লেখা
কত শত রান,
আসবে কি হাতে মোর
ওই কাপখান ?
মহারানী (রাজপুরোহিতকে ):
কোন পাঁচালি পড়লে পরে
Jonny ঘোরাবে ব্যাট,
কোন ফুলে অঞ্জলি দিলে
হবে না HOWZAT !
কোন মন্ত্রে Jofra মাঠে
তুলবে এমন ঝড়,
টপাটপ পড়বে উইকেট
বিপক্ষ নড়বড় !
মহারানী (রাজবদ্যিকে) :
Moeen Aliর পালস রেট
রাখবে তুমি ধরে,
Liam যেন হাওয়ার বেগে
বলের সাথে ওড়ে।
Morgan কে জড়িবুটি
এমন দেবে বেটে,
মাঠ জুড়ে রান বানাবার
আশ যেন না মেটে !
[নিজের মনে বিড় বিড় করে]
[background music: dhak dhak karne laga...o mora jiyara darrne laga...]
ক্যাঙারুরা যতই লাফাক
আমাদের হবে কাপ,
মাগো,জোড়া পাঁঠা দেবো
পার করো এই ধাপ !
ফাইনালে জিতবো আবার
এই করেছি পণ,
নতুবা ত্যাজিব Tikka Masala ,
এবং সিংহাসন...
টেনসন এ বাংলা বলছিলাম, এবার নিজের মাতৃভাষায়। ...
Dear o dear, how do I bear,
Three more days of pain?
Dear o dear, the cup is so near
Go get it Jonny-Ben!
বড়বৌ: রানীমা , শুক্তো দেবো ?
No comments:
Post a Comment