Tuesday 23 April 2019

ভালো রে ভালো ২


pc:hindustantimes

[disclaimer: ব্যঙ্গধর্মী রচনার স্বার্থে বেশ কিছু মন্দ জিনিসকেও হিজিবিজি কবি এখানে  "ভালো" বলিয়াছেন । ওনাকে ভুল বুঝিবেন না। নিজেদের বিবেচনা অনুযায়ী "ভালো"র জায়গায় "কালো" বসাইয়া  নেবেন । তাতে ছন্দপতন  ঘটিবে না ]
😁

দাদাগো, দেখছি ভেবে অনেক দূর.......

(এই) 
নির্বাচনের সকল ভালো,
আসল ভালো নকল ভালো।
সস্তা ভালো দামিও ভালো,
তুমিও ভালো আমিও ভালো ।
হেথায় পদ্ম ফুলও ভালো,
ভ্যানিশ নোটের ভুলও ভালো,
কারুর হাতের ছাপ ভালো,
খুচরো কিছু পাপ ভালো।
হাতুড়ি ভালো, কাস্তে ভালো,
প্রগতি একটু আস্তে ভালো!
ঘাসের সবুজ রঙও ভালো,
দেশভক্তির ঢঙও ভালো!
তুম ভালো আপ ভালো,
দুর্নীতির অভিশাপ ভালো !
চৌকিদারের লাঠিও ভালো,
পাপ্পু রাজার কাঠিও ভালো,
মিথ্যে কথার মায়া ভালো,
বেকারত্বের ছায়া ভালো !
মাইকে কেবল ভাষণ ভালো,
দুস্টু নেতার শাসন ভালো !
বিরোধীদলের জোট ভালো,
Minorityর ভোট ভালো!
কথায় কথায় ছুটি ভালো,
Glutenfree রুটি ভালো!
প্রজার চোখের জল ভালো,
ঠকিয়ে নেবার ছল ভালো।
পুন্য ভালো, পাপ ভালো
ইসবগুলের চাপ ভালো! 
(সব শেষে),
গঙ্গা জলে নাইতে ভালো, 
কিন্তু সবার চাইতে ভালো  .....
                নখের ওপর কালির দাগ  ...

(সবাই ভেবেচিন্তে ভোট দিও।)


অনুপ্রেরণা : সুকুমার রায় (ভালো রে ভালো )