Thursday 28 June 2018

ইহা সম্ভব কি "কোরিয়া" ?

পাঠকেরা চাইছেন হিজিবিজি "ওয়ার্ল্ড কাপ " cover করুক!
তাই গড়গড়িয়ে ছড়া বেরোচ্ছে। ......
;-)

pc: ndtv.com

পই পই করে বলেছিনু , হাতে দুই কান ধরিয়া,
মাঠে যদি নামোই তবে, নেমো পাঁচালি পড়িয়া!

"বিশ্বকাপ বহুবার জেতা, আছে আলমারি  ভরিয়া,
পাঁচখান গোল এমনিই হবে, বিশেষ কিছু না করিয়া" !

বিশ্বজয়ীর ভাবখানা মাঠে, "কেয়ার করি থোড়িয়া", 
কোথায় সে টিম, ভাবতো যারা "জি-জান দেবো লড়িয়া"!

এলো বল পায়ে, পারলোনা পায়েতে রাখিতে ধরিয়া,
অজস্র কিক এদিক ওদিক, অকারণে ঘাম ঝড়িয়া !

হায় রে কালী কি করালি,  খেললো হয়ে সে মরিয়া,
বিশ্বজয়ী ছুটলো কেবল,গোল দিয়ে গেলো কোরিয়া !

ছোট্ট সে দেশ খেললো এমন,  নিলো যে মন হরিয়া,
বিশ্বজয়ী হারালো খেতাব,  গেলো লজ্জায় সরিয়া !

       তবে.....

pc:whatsapp,thanks D
ব্রাজিল বাঁচিলো পাঁচালির জোরে, বাঙালিরা  দিলদরিয়া,
দিলো মায়ের পায়ে নামগোত্রের ঠিক ফুলখানি চড়িয়া !









Saturday 16 June 2018

PHI-PHA 2018


FIFA শুরু! 
বাঙালির মারাত্মক চাপ! 
এখন এক মাস কেবল সোফায় বসে থাকা!
ফুটবল তো নয়, যেন যমে মানুষে টানাটানি! 
টেনশন, চা, সিগারেট, পায়চারি, উত্তেজনা! 
প্রত্যেকটা প্লেয়ারের সাথে মনে মনে সারা মাঠ দৌড়ে বেড়ানো  .....  
ফরওয়ার্ড, রাইট ব্যাক ,মিড্ ফিল্ড, গোলকিপার ...সব স্ট্রাটেজি ভেবে রাখা ! 
জার্সি, জুতো, মোজা  .....সব রেডি !
ফুটবল নিয়ে কোনও ইয়ার্কি নয়. Be serious!
পায়ে বল পেলেই   .....ব্যাস  .....গোল!!!!!!!!!!


হই হুল্লোড় মত্ত সবাই,গরম অফিস বাজার ,
ফুটবল-পুজো মন মাতাতে এসেছে যে আবার।
নতুন রঙে,নতুন ঢঙে, উঠলো পাড়া সেজে,
ধ্যাম কুরকুর রবে পুজোর বাদ্দি ওঠে বেজে।
জগত জুড়ে দেশ বিদেশে ওঠে সবাই মেতে,
ছেলেবুড়ো এক পা তুলে, চায় রাশিয়া যেতে।
বাঙালি বসে কবিতা লেখে, প্রিয় তার ফুটবল,
সোফায় বসে আবেগে তার,ভরে আসে চোখে জল।

বাঙালির কাছে ব্রাজিল সেরা, ভগবান তার পেলে,
হলুদ সবুজ জার্সি গায়ে, বড় হয় তার ছেলে!
বাঙালির কাছে দ্বিতীয় পদে, প্রিয় আর্জেন্টিনা,
ওলিতে-গলিতে খেলে বড় হয় বাঙালির মারাদোনা !
তৃতীয় পদে এবার রয়েছে রোনালদো ভাই বসে,
পেনাল্টিটা মারলো কেমন কায়দা করে কষে !

কর্তা বলেন , ওহে গিন্নি আজকে নিয়েছি ছুটি,
ম্যাচ এর সময় জমিয়ে বানাও কষা মাংস রুটি!
সাথে জিলিপি খান দুই আর ল্যাংড়া মিষ্টি আম,
জব্বর খেলা আজ আছে মাঠে, প্রচুর ঝড়বে ঘাম!
TV-র রিমোট হাতছাড়া বলে গিন্নি ক্ষেপে আগুন,
তারওপরে হুকুম শুনে, কাটা ঘায়ে পড়ে নুন!
রেগে মেগে গিন্নি বলেন, ডাকো Pizza-র গাড়ি,
রান্নাঘরে ঢুকবো না আর , তোমার বড্ড বাড়াবাড়ি!

বাঙালি আজকে দেখবে খেলা, ধরবে তাতে ত্রূটি,
একখানা শট ফস্কে গেলে  রেগেমেগে ভ্রূকুটি !
ইস্টবেঙ্গল মোহনবাগান, অভিজ্ঞতা নয় কম,
টেকনিক সব রক্তে আছে, ফুসফুসে আছে দম !
স্বপ্নে হবে পেনাল্টি শুট, চিৎকার ডামাডোল,
পাশবালিশ আঁকড়ে ধরে বলবে বাঙালি "গোল"!!

এ আবেগ তুমি হে বাঙালি দিওনাগো যেতে হারিয়ে,
ফুটবল এত ভালোবাসো, রাখো প্রেম এই জাগিয়ে।




[দয়া করিয়া কবিকে মারিবেন না..উনিও বাঙালি ..]