'হিজিবিজি ' বই





ছন্দ বড় সুন্দর। সব কিছু মিলে যাবার এক অদ্ভূত আনন্দের অনুভূতি।
সেই ছন্দের স্বাদ প্রথম পেয়েছিলাম হয়ত "জল পড়ে , পাতা নড়ে " থেকে। তখন অতটা বুঝিনি।
তারপর একটু বড় হবার পর আলাপ হলো সুকুমার রায় এর ছড়ার সাথে।  ছন্দের এক নতুন স্বাদ  পেলাম আবোলতাবোল থেকে।   সেই ছড়া মুখস্থ করে কত জায়গায় বলেছি এবং হয়ত হেসে  লুটোপুটি ও খেয়েছি। তখন ও কিন্তু  ঠিক বুঝিনি।
আজ অনেক বছর পরে বুঝেছি সেই ছন্দের মজা।
তার কারণ সময়ের সাথে সাথে জীবনের  নানা ঘটনায়  "ছন্দ পতন" কাকে বলে তা বুঝেছি। অনেক এমন সময় এসেছে জীবনে যখন  হিসেব মেলাতে পারিনি ঠিক করে। তাল কেটেছে, লয় কেটেছে, ছন্দ পতন হয়েছে। হয়ত ধীরে ধীরে তার থেকে জীবনের মর্ম খানিকটা বুঝেছি।  বুঝেছি জীবনের প্রত্যেকটা দিন একটা উপহার। কোনো ঘটনাই ভুলে যাবার না। প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান। প্রত্যেকটি অভিজ্ঞতা এক অমুল্য সম্পদ।
আমাদের দৈনন্দিন জীবনের সেই সব ছোটখাটো  এবং মূল্যবান গল্প দিয়ে সাজিয়েছি আমার "হিজিবিজি"র ভান্ডার।  কোনো নীতিকথা নেই, কোনো জ্ঞান নেই, কোনো লুকোনো ফিলোসফি নেই...আছে কেবল রোজকার সুখ দুঃখের কথা । মজার ব্যাপার হলো, রোজকার এই সুখ দুঃখের গল্প যদি ছন্দ মিলিয়ে বলা যায়.... তবে সুখ আর দুঃখ  মিলে মিশে একাকার হয়ে যায়।
এইটাই ছন্দের আসল মজা !

হিজিবিজি পড়তে পড়তে পাঠকদের মুখের  হাসিই  আমার সব থেকে বড় প্রাপ্তি  ............



Feedback:

1.Dipti  Dasgupta, Kolkata
k emotico
হিজিবিজির মধ্যে আছে অনেক কারিগুড়ি
যন্ত্র যুগেও প্রাণ জাগানো তোমার বাহাদুড়ি,
এদিক ওদিক না তাকিয়ে এগিয়ে চলো সোজা
সফল তুমি হবেই হবে উড়বে জয়ধ্বজা !!

2. Namita Mandal, Kolkata
খুব সহজে সুন্দর খাঁটি কথা লিখেছে । খুব সুন্দর। ..দারুন লেখা ..একদম সত্তি কথা...বাংলাটা খুব ভালো .এতদিন বিদেশে থেকেও এখনো বাঙালি আছে। ...

3. Gaargi Das Bakshi, Kolkata
Amar hijibiji jibone hathat sotty sottyi HIJIBIJI esechhe.....Ami or sathe kichhukhon thaklam ekhono achhi ..amay ese bollo kmn achho? ...Ami valo bolte jachhi ..o amay isharay chup korie die bollo ..Ami bari boye Elam ektu takao Amar dike? ..Ami ebar takalam valo Kore dekhi besh dekhte moteo hijibiji noy ..ekhon Ami achhi or sathe ..mon theke bolchhi valo lagchhe or sathe thakte....sabcheye majar holo o amay chene Jane ki Kore amay chinlo? Ami to kichhu bolini?..BONDHURA or sathe bondutto korle valo lagbe....kachhe rakhte ichhe korbe......
Hijibiji tumi valobashar brishtite snatoo haoooo🌂🌂🌂🌂
4. Geeta Dutta , Kolkata



ছেলেবেলায় কবিতার ছন্দে তালে তালে হারিয়ে যেতাম এক অজানা আনন্দে ...... আজ আমার কিশোর নাতিকে সে স্বাদ দিতে গিয়ে হিজিবিজির ছত্রে ছত্রে পেলাম সেই ফেলে আসা আনন্দ 
আপ্লুত দিদা....বিহ্বল নাতি
প্রান ভরা আশির্বাদ নাও বহুরুপে বাংলার দূর্গা দয়িতা
চড়ুই বেতি চড়ুই  বেতি.......

5. Kalpana Moulick , Kolkata



  • Subhabrata Sanyal protita lekha bhison bhalo. tar modhye nak dakar ta osadharan. amra bhablam ota amader niye lekha. hahaha. darun chaliye ja.
    Unlike · Reply · 1 · 10 hrs

Mita Mitra ,Kolkata 
(amar Bangla Miss)
দয়িতা কল্যাণীয়াসু, - অনিবার্য কারণে লিখতে দেরি হলো । এক কথায় অনবদ্য ! কী যে ভালো লাগলো বলতে পারি না । লেখার সংগে লেখিকাকে দেখতে পেলে অবশ্যই আরো ভালো লাগতো । অসাধারণ লেখা ! কলকাতায় কলেজ স্ট্রীটে " দেজ পাবলিশিং " তোমার " হিজিবিজি " রেখেছে , আমি কয়েক কপি কিনে কিছু লোককে উপহার দিয়েছি । সকলেই উচ্ছসিত প্রশংসা করেছেন । চুপিচুপি একটা কথা বলি , বেশ গর্ব হচ্ছিলো । আরো আরো অনেক লেখো । এবারে "The Gift of Life " -এর কথায় আসি - এ বই এখন আমার নিত্যসঙ্গী - তোমার Recipe কাজে লাগাচ্ছি । দারুণ !ভবিষ্যতে আরো লেখা পাবার আশায় রইলাম । ভালো থেকো , আনন্দে থোক ।

No comments:

Post a Comment