Monday 22 July 2019

চন্দ্রযান



"মধুচন্দ্রিমা ট্রাভেলস" বুকিং অফিসের বাইরে বাস স্ট্যান্ড এ দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ কানে এলো.....

এ::  আচ্ছা দাদা, আপনিও কি "চন্দ্রিমা" প্যাকেজ?


বি::  অবশ্যই ! এখন থেকে বুকিং না করলে সেই ওয়েটিং লিস্ট!  আমাদের যা হয়েছে হোক, ছেলেটাকে যাতে ওয়েটিং লিস্ট এ না থাকতে হয়.....


এ :: আমাদেরও  এক গল্প। গিন্নি জোর করে পাঠালো। একটা মাত্র মেয়ে, আজ বাদে কাল বড় হবে, বিয়ে দেবো , তখন গিন্নির ইচ্ছে একটা "চন্দ্রে মধুচন্দ্রিমা" গিফট করবেন মেয়ে জামাইকে।
কি লাইন দেখলেন? ভোর ৪ থেকে ইঁট পেতে লাইন দিয়েছি। .....

বি : সেই, এ ছাড়া তো গতিও নেই । পৃথিবীতে কি আর মধুচন্দ্রিমার জায়গা খালি  আছে বলুন? এখনই যা অবস্থা, ছেলেমেয়েগুলোর বিয়ে হতে হতে . ....


বি::  যা বলেছেন  দাদা! পরিবেশ দূষণের ঠেলায় নিশ্বাস নিতে পারছিনা! 


এ:: তা বটে তবে ওখানেও তো অক্সিজেন নেই ...


বি::  আরে বাবা, আজ নেই, কাল কিছু না কিছু বন্দোবস্ত হবেই ! 

বৈজ্ঞানিকরা তো এমনি এমনি দিন রাত এক করে কাজ করছেন না !  
"মধুচন্দ্রিমা" প্রমিস করলো কলকাতা থেকে দিনে মিনিমাম দুটো করে চন্দ্রযান ছাড়বে! রাস্তায় জলখাবার প্যাকেজে ইনক্লুডেড !

এ::  বাবা তো, চিন্তা হয়। জানি ওখানে জল ও নেই.


বি::  তা এখানে কোনসা আছে?  চারিদিকে খাবার জলের অভাব ! নেতারা কেবল কথা বলে চলেছে, কাজের বেলায় লবডঙ্কা!

"মধুচন্দ্রিমা" আশ্বাস দিলো, চাঁদে এমন একটা ট্যাবলেট পাওয়া যাবে  যেটা খেলে আর জল খেতে হবেনা ১০ দিন।
ওটা প্যাকেজে ইনক্লুডেড !

এ::  একটাই চিন্তা, চাঁদে wifi  .......

মেয়ে Status আপডেট দিতে পারবে তো? "honeymooning on the moon"? নয়তো গিন্নির এই উপহার একেবারে বৃথা যাবে।...
বাবা মা হওয়ার বড় চিন্তা , সব রকম ভাবতে হয়।

বি: আরে মশাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন!  Jio পৃথিবীতে এখনই দিনে 5 GB data pack দিচ্ছে। 
মধুচন্দ্রিমা ভরসা দিলো যে চাঁদে wifi তখন আর লাগবেনা । তখন সব কিছু AI ...সেটা ওই "চন্দ্রিমা" প্যাকেজে ইনক্লুডেড !

এ:: তা আপনার ছেলের কত বয়স?

বি :: এই দুই এ পা দিলো।....তবে দেখতে দেখতে সময় কেটে যাবে।...Time flies . 
আপনার মেয়ে?

বি:: না মানে... আমার গিন্নির ওই আগামী মাসের ২৪ তারিখ ডেট  ......
একদিকে Hima Das , অন্যদিকে Muthayya Vanitha. Ritu Karidhal....
আমাদের দুজনেরই ইচ্ছে মেয়ে হোক! 

[বাস এসে গেলো,  উঠে পড়লাম, বাকিটা আর শোনা হলো না ]
....to be continued......

3 comments: