Thursday 11 July 2019

মহারানীর ডাইরি থেকে : Semifinals চলছে...



[ রাজপ্রাসাদ ।  TV চলছে । মহারানী ম্যাচ দেখছেন  । পাশে রাজপুরোহিত, রাজবৈদ্য, রাজজোতিষী ।

ছোটবৌ: রানীমা, চা  দেবো  ?

[রানীমা টিভি থেকে চোখ সরালেন না , কিছুই শুনতে পেলেন না ]

ছোটবৌ: রানীমা,  চা দেবো ? আদা , এলাচ দিয়ে মাসালা টি বানিয়েছি। ঠিক যেমন আপনার প্রিয়।..

মহারানী:   ২২৪!! ছোটবৌ ২২৪!
এখন কি আমার চা খাওয়ার সময়? মাঠে ছেলেগুলো না খেয়ে আছে....
Jonny - Jason দৌড়ে বেড়াচ্ছে।..আমি সেখানে আদা দেওয়া চা খেতে পারি?

ছোটবৌ: না মানে..... ৫০ ওভার না খেয়ে বসে থাকবেন? আজ তিনদিন শুধু সাবু দুধ কলা খেয়ে আছেন আর হিজিবিজি পাঁচালি পড়ছেন! এমনি করলে চলবে?
নিদেন পক্ষে একটু হরলিক্স করে দি? আরে বাবা শরীরটাকে ঠিক রাখতে হবে তো!

মহারানী: আঃ ছোটবৌ, মেলা ফ্যাচ ফ্যাচ কোরনা । তুমি আর কি বুঝবে আমাদের ঐতিহ্য? আমাদের সংস্কৃতি? আমাদের খেলাধুলো? হরি যে কি দেখে  ...... সে যাগ্গে  .....
রাজপুরোহিত, হিজিবিজি পাঁচালির সেকেন্ড stanza টা আরেকবার বলো দিকি। .
বৌমারা মাথায় ঘোমটা দাও।

রাজ্পুরোহিত (দুলে দুলে):
Jonny আর Jason অতি good boy,
ভক্তি ভরে দুইজনা মারে চার ছয় ।
খেলিছে নিষ্ঠাভরে এই দুইজন,
কাপ হাতে ফিরিবে করিয়াছে পণ !

মহারানী: অতি উত্তম !
রাজ্ জোতিষী, আমি কি পূর্ব দিকে মুখ করেই বসে থাকবো? মুখ ঘোরালে আউট হয়ে যেতে পারে ।

 রাজজোতিষী : না মহারানী আপনি একদম চিন্তা করবেন না ।
এখন স্বয়ং রাহু কেতু একসাথে এসে লেগস্পিন-গুগলি  করলেও আউট হবে না |
মঙ্গলে দশা আজ অতি শুভক্ষণ,
ছকে ছকে বাউন্ডারি এমন লগন!
শনি আজ ব্যস্ত আছে অন্য কাজে,
টিম আজ তৈরী জয়ের সাজে !

মহারানী: অতি উত্তম !
রাজবৈদ্য, তুমি টিমের ব্রেকফাস্ট এর আগে হোটেলে গেছিলে তো? সব ঠিক আছে?

রাজবৈদ্য : আপনি একদম চিন্তা করবেন না মহারানী। একেবারে অব্যর্থ ওষুধ দিয়ে এসেছি রানীমা।...
মধু তুলসীপাতা একসাথে বেটে,
খেয়েছে এগারোজন শিল থেকে চেটে !
সাথে ছিলো ফোঁটা তিন আকন্দের রস
বিপক্ষকে তবেই তো হয়েছে যে বশ !


মহারানী: [হাত জোর করে মাথায় ঠেকিয়ে] : জয় মা! মুখ রেখো! জোড়া পাঁঠার কথা আমি ভুলিনি। ..
 রাজবৈদ্য, প্রেসার মাপার যন্ত্রটা  এনেছো তো?

.................খেলা চলছে।...




No comments:

Post a Comment