Thursday 20 December 2018

এবার আসি?

এবার আসি?
সকলকে নিয়ে খুব ভালো কাটালাম সময়টা তবে এবার আমায় যেতে হবে........
যীশু পুজো শেষ করে, কেক পেস্ট্রি প্রসাদ খেয়ে, ৩১ ডিসেম্বর বেরোবো। ..
সবাই ভালো থেকো।.
নতুন বছর ভালো কাটুক।
ইতি,
২০১৮
p .s : চিন্তার কোনো কারণ নেই, নতুন বছরে সব পুজো পার্বন আবার শুরু হয়ে যাবে immediately !!!
খাওয়া দাওয়া আনন্দ হিজিবিজি  চলুক।
প্ল্যানিং শুরু কিয়া জায়ে !!!!



সারা বছর নানা পুজোয় থাকিস তোরা মেতে,
বারো মাসের একটাও মাস দিসনা খালি যেতে!

পেটুক তোরা, সারাবছর কেবল খাওয়া দাওয়া,
পয়সা ভরিস প্রতিমাসে, তবু হয়না জিম যাওয়া!

জানুয়ারিতে পিঠে পুজো, পাটিসাপ্টা পুলি,
নতুন গুড়ের সুগন্ধে যাস, সব বেদনা ভুলি!

ফেব্রূয়ারিতে সরস্বতি, সাজিয়ে কুলের ডালা,
মটরশুঁটি ফুলকপিতে ভরা ভোগের থালা !

হোলিপুজো মার্চ মাসে, রং মাখিয়ে মজা,
বাড়ি বাড়ি খেয়ে বেড়াস মালপোয়া আর গজা!

এপ্রিলে হয় বছরপুজো, আনন্দ নাচ গান,
রুই মাছের কালিয়া খেয়ে জুড়োয় তোদের প্রাণ!

মে জুনে ঈদ-পুজো আর ঘুড়বে রথের চাকা, 
বিরিয়ানী সাপ্টে খাবি, প্লেট করবি ফাঁকা !

আসুক না ছাই জুলাই মাসে বর্ষামুখর রাত,
জামাইপুজোয় আম ইলিশে বাজার হবে মাত!

অগাস্ট থেকে অক্টোবর, নানা পুজোর সারি ,
চড়চড়িয়ে ক্যালোরি বাড়ে, বয়ে  গেলো ভারী ! 

দুর্গাপুজোয় ভোগ-লাবড়া, কালিতে পাঁঠার ঝোল,
শনিবারের পুজোয় আছে বাতাসা হরি বোল !

নভেম্বরে ভাইপুজো, পাতে ফুলকো লুচি,
ভেসে বেড়ায় ছোলার ডালে ভাজা নারকোল কুচি!

ডিসেম্বরে যীশুপুজো, সাজিয়ে কত আলো,
কেক পেস্ট্রি প্রসাদ পাতে, খেতে বড়ই ভালো!

এরওপরেও  বিয়েবাড়ি, পৈতে, মুখেভাত,
আছে অম্বল,পেট ঢিসঢিস কিংবা হাঁটুর বাত!

সে যাগ্গে .....
কিন্তু New Year Resolution?????

 জমিয়ে খাবো, বাসব ভালো, বাঁচবো এমন আজ,
একটা জীবন, গর্ব হবে, করবো এমন কাজ !