Monday 19 December 2022

Adios ....till 2026

 



ফুটবলে "গোল" ছাড়া কিছুই বুঝিনা !
ফ্রি কিক আর পেনাল্টিটা তবু অল্প রপ্ত করেছি ।
তবে অফসাইডটা আর ইহজীবনে বোঝা হয়ে উঠলো না ।


"আচ্ছা বলটা কি পেছনে থাকতে হবে?"
-নানা, অফসাইড হচ্ছে যখন প্লেয়ার অপোনেন্ট প্লেয়ার এর গোল লাইন থেকে   ...ইত্যাদি। ইত্যাদি।...!
"তাহলে কি প্লেয়ারকে পেছনে থাকতে হবে?"
-নানা, অফসাইড হচ্ছে যখন প্লেয়ার এর লাইন   ... ..ইত্যাদি।..
"আচ্ছা এতো ভালো গোলটা কেন ক্যানসেল হলো?"
-অফসাইড হলো তো!
"আচ্ছা এটা  কি অফসাইড?"
-না


লক্ষ্য করলাম উত্তর সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। প্রথমদিকে বোঝাবার চেষ্টা, পরের দিকে হাল ছেড়ে দেওয়া!
সে যাগ্গে ফুটবলের technicalities  ......
প্রায় দুবছর বাদে আবার কিছু হিজিবিজি লিখতে পেরেই আমি খুশি ।

বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।
তোমরা পড়লে, বাহবা দিলে  .....
ধন্যবাদ হিজিবিজিকে - অনেক মজার মধ্যেও অনেক সাহস, অনেক শক্তি!
Thank you all...

কাল কান পেতে শুনলাম World Cup কি বলে........

বসে ছিলাম একটি মাস, অসীম ধৈর্য ধরে,
কে জিতবে আমায়, কেগো নেবে আপন করে !
কান্না হাসি উত্তেজনায়, ভরিয়ে সবার মন,
ক্যালেন্ডারের পাতায় চোখ আটকে অনুক্ষণ!
খেলার মতন খেলা হলো, হে হারে কে জেতে,
ছুটলো সবাই বলের সাথে, উঠলো জগত মেতে!
মাতলাম আমি মেসির হাতে, জিতের উন্মাদনা,
বইলাম আমি ফরাসি চোখে হয়ে অশ্রুকণা !

সবার চাইতে বড় হলো খেলার মাঠে খেলা,
হারজিত তো আছেই লেগে, কাপ মেডেলের মেলা!
কেউ জিতবে, কেউ বা যাবে ভালো খেলেও হেরে,
কেউবা আবার হেরেও নেবে সকলের মন কেড়ে!
কান্না হাসি পাশাপাশি, তবেই জীবন চলে,
হারকে যে নেয় আলিঙ্গনে, তাকেই জয়ী বলে।

স্বপ্ন নতুন উঠবে সেজে কত আমায়  ঘিরে,
কান্না হাসির লোভে আবার আসবো আমি ফিরে!
দিন গোনা আজ শুরু হলো, আবার নামবো মাঠে,
হাসবো কাঁদবো খেলবো আবার হিজিবিজির পাঠে!

Sunday 4 December 2022

....কুছ ভি হো সক্তা হায়



আজ রবিবার 
আগামী চারটে দিন খুব ক্রিটিকাল - লাইফ মে কুছ ভি হো সক্তা হায়  .......
কিছু হিজিবিজি বিধিবিধান দিয়ে রাখলাম ...
Till Friday : May the best team win.

কাল সোমবার 
সকালে উঠিয়া, উত্তরে দুই ঘটি জল,
দুপুরে নিরামিষ, সাথে হরিতকি ফল,
বৈকালে প্রার্থনা, ধুপ ধুনো সাথে, 
রাত্তিরে মাখিবে সাবু নিজ হাতে ।

পরশু মঙ্গলবার 
সকালে উঠিয়া চিবায়ে তুলসীর পাতা, 
দুপুরে খিচুড়িভোগ গুনে দুই হাতা, 
বৈকালে হাঁটু মুড়ে করিবে যোগাসন,
রাত্তিরে গীতা পাঠ দিয়া প্রাণমন ।

তরশু বুধবার  
সকালে উঠিয়া কাচা গেরুয়া পরনে 
আমলকি ছেঁচে খাবে প্রতি দুইক্ষনে, 
বৈকালে গামছা পরে দেবে জলে ডুব 
ভজন গাইয়া মাথা ঝাঁকাইবে খুব ।

ঘরশু বিশুতবার 
সকালে উঠিয়া জলে ছাতু খাবে গুলে,
পাঁচালি পড়িবে সবে শুধু দুলে দুলে,
বৈকালে এক ঘটি বানাইবে ঘোল,
নেচে নেচে বলিবে বল হরি বোল !

এ প্রথা মানিয়া যে দল করিবে পালন,
গোলদেবীর কৃপাদৃষ্টি পাইবে অনুক্ষণ !
পেনাল্টি, কর্নার,  সব যদি চাও,
বিধি মেনে আজ থেকে সব করে যাও। ..
শুক্কুরে কিবা হবে, ভেবে দিশেহারা,
মেসি আর ভার্জিলে কাঁপাইবে পাড়া  ...............