Wednesday 20 September 2023

মধুচন্দ্রিমা ট্রাভেলস - included in the package


https://www.esa.int/Enabling_Support/Operations/India_s_Chandrayaan-3_successfully_lands_on_the_Moon


অফিস থেকে ফিরছিলাম ।
 "মধুচন্দ্রিমা ট্রাভেলস" বুকিং অফিসের বাইরে বাস স্ট্যান্ড এ দাঁড়িয়ে, হঠাৎ কানে এলো.....

A ::  আচ্ছা দাদা, আপনিও কি "চন্দ্রিমা" প্যাকেজ?

B ::  অবশ্যই ! এখন থেকে বুকিং না করলে সেই ওয়েটিং লিস্ট!  আমাদের যা হয়েছে হোক, সারা জীবন কেটে গেলো ওয়েটিং লিস্টে । ছেলেটাকে যাতে একটা ভালো ভবিষৎ দিতে পারি ....


A  :: আমাদেরও একই  গল্প। গিন্নি জোর করে পাঠালো। দশটা না, পাঁচটা না, একটা মাত্র মেয়ে । আজ বাদে কাল বড় হবে, বিয়ে দেবো , তখন গিন্নির 
ইচ্ছে মেয়ে জামাইকে একটা "চন্দ্রে মধুচন্দ্রিমা" গিফট করবেন।
কিন্তু কি লাইন দেখলেন? ভোর ৪ থেকে ইঁট পেতে লাইন দিয়েছিলাম । .....

B  : সেই, এ ছাড়া তো গতিও নেই । পৃথিবীতে কি আর মধুচন্দ্রিমার জায়গা খালি  আছে বলুন? এখনই যা অবস্থা, ছেলেমেয়েগুলোর বিয়ে হতে হতে . ....


A ::  যা বলেছেন দাদা! পরিবেশ দূষণের ঠেলায় নিশ্বাস নিতে পারছিনা! 


B :: তা বটে তবে ওখানেও তো অক্সিজেন নেই ...


A ::  আরে বাবা, আজ নেই, কাল কিছু না কিছু বন্দোবস্ত হবেই ! কয়েক বছর আগে কি চাঁদে যাবার চন্দ্রযান ছিল? 
বৈজ্ঞানিকরা তো এমনি এমনি দিন রাত এক করে কাজ করছেন না !  একটু পসিটিভ ভাবুন  .......
"মধুচন্দ্রিমা ট্রাভেলস" প্রমিস করেছে কলকাতা থেকে দিনে মিনিমাম দুটো করে চন্দ্রযান ছাড়বে! রাস্তায় জলখাবার included in the package ! খাস্তা কচুরি আর জিলিপি ।

B ::  বাবা তো, চিন্তা হয়। জানি ওখানে জল ও নেই। ...


A  ::  তা এখানে কোনসা আছে?  চারিদিকে খাবার জলের অভাব ! নেতারা কেবল কথা বলে চলেছে, কাজের বেলায় লবডঙ্কা! গঙ্গার অবস্থা দেখেছেন?

"মধুচন্দ্রিমা ট্রাভেলস" আশ্বাস দিয়েছে , চাঁদে এমন একটা ট্যাবলেট পাওয়া যাবে  যেটা খেলে আর জল খেতেই  হবেনা ১০ দিন।
ওটা 
 included in the package !

B ::  একটাই চিন্তা, চাঁদে wifi টা  .......

মেয়ে Status আপডেট দিতে পারবে তো? "honeymooning on the moon"? নয়তো গিন্নির এই উপহার একেবারে বৃথা যাবে। বন্ধু মহলে মুখে দেখাতে পারবেনা। ...
বাবা মা হওয়ার বড় চিন্তা , সব রকম ভাবতে হয়।

A :: আরে মশাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন!  Jio পৃথিবীতে এখনই দিনে 5 GB data pack দিচ্ছে। 
"মধুচন্দ্রিমা ট্রাভেলস" ভরসা দিয়েছে যে চাঁদে wifi তখন আর লাগবেনা । তখন সব কিছু Advanced Progressive Generative Modular Agile সবজান্তা AI....না কি একটা যেন হয়ে যাবে  ...সেটা ওই "চন্দ্রিমা"..  included in the package!

তা আপনার ছেলের কত বয়স?

B  :: এই দুই এ পা দিলো।....তবে দেখতে দেখতে সময় কেটে যাবে।...Time flies . 
আপনার মেয়ে?

A :: না মানে... আমার গিন্নির ওই আগামী মাসের ২৪ তারিখ ডেলিভারি ডেট  ......
চন্দ্রযান এর মহিলা বৈজ্ঞানিকদের কথা জানার পর আমাদের দুজনেরই ইচ্ছে মেয়ে হোক! 

[বাস এসে গেলো,  উঠে পড়লাম, বাকিটা আর শোনা হলো না ]
....to be continued......