Sunday 22 July 2018

রাজা প্রজা

pc:whatsapp 

রূপে গুনে সব কিছুতে আমি উত্তম অতি,
সারা বাংলা হাবুডুবু ,  প্রেমে আমার প্রতি !
চকচকে এই রুপালি রঙে মাছের বাজার আলো,
বাজার জুড়ে হচ্ছে নিলাম, ভাবতে লাগে ভালো !
রুই কাতলা বড্ড বোরিং, রোজকার ঝোল পাতে,
ট্যালটেলে এক ডেকচি ভরা, সাঁতরে বেড়ায় তাতে!
পারশে মাছের মেনে নিলাম মন্দ নয়কো স্বাদ,
এমন কিছু আহামরি নয়, দিতে পারো বাদ !  
বাটাখানা কেমন জানি নামেই খেয়েছে মার,
যার নামে জুতো ফেমাস, কি আর হবে তার??
ট্যাংরাখানা টেস্টি বটে তবে বড্ড যেন রোগা,
চেহারায় নেই চটক কোনো, পিলে জ্বরে ভোগা !
শোল, আড় বড্ড ফ্যাটি, রাঁধবে তুমি খেটে ,
খাবার পরে চাই Gelusil, সয়না তেমন পেটে !
ভেটকি জানি হট ফেভারিট, দারুন ফিস fry,
চোওয়া ঢেকুরের গ্যারেন্টি, দিলাম আমি ভাই !
চিংড়িভায়া ভোলাভালা তবে একটুখানি বোকা,
নিজেকে ভাবে মাছ কিন্তু আসলে জলের পোকা! 
পুঁটি, মোরোলা, কই, এরা মাছ রাজ্যে নগন্য,
আমার সাথে এক প্লেটে থাকলে জীবন ধন্য!

নিজের কথা কি আর বলি, সব কিছুতেই স্বাদ,
এমন কোনো অংশ নেই যা দিতে পারো বাদ।
ল্যাজা ,মুড়ো, গাদা, পিঠ, সবই যাবে পেটে,
যাই বানাবে আমায় দিয়ে খাবে আঙ্গুল চেটে !
ঝোল রাঁধবে বেগুন দিয়ে কিম্বা সর্ষে ঝাল,
ভাপা দিয়ে মেখে তুমি, ভাত খাবে এক থাল।
খিচুড়ির সাথে জমবে ভাজা মুচমুচে আর কড়া ,
প্রথম পাতে খেতে পারো আমার ডিমের  বড়া !!
আমার মাথার ঘন্ট বানাও পুঁইশাক দিয়ে কষে,
লিখে দিলাম খাবে যে জন ভাত চাইবে শেষে!
জানি আমার  দাম খানা একটু বেশি চড়া,
যে সে মাছ খাচ্ছ না ভাই, মাছের রাজা সেরা !
কর্তা খুশি, গিন্নি খুশি, ভিষণ খুশি জামাই ,
মাছের রাজা থাকলে পাতে জীবনে আর কি চাই?

রুই কাতলা বাটা পারসে কই মৌরলা চিংড়ি ট্যাংরা 
[Chorus ]:

ওরে এবার চুপ কর তুই, আচ্ছা হয়েছে জ্বালা , 
তোর ঢাক শুনে আমাদের কান(কো) ঝালাপালা।
তোর কাঁটা বাছতে গিয়ে চোখের power বাড়ে,
খাবার পরে এক সপ্তাহ বাড়িতে গন্ধ ছাড়ে!
বর্ষা যাবে, তুই ও যাবি, এত গর্ব কিসে?
যে কদিন আছিস সাথে, থাক না মিলে মিশে ।
একটাই life, সবই মায়া, ঝাল কিংবা ভাজা,
গরম তেলে পড়লে একই, প্রজা হোক বা রাজা!

-দয়িতা রায় 

Monday 16 July 2018

বিশ্বকাপের হিজিবিজি


pc: Indiatoday.in

বসে ছিলাম একটি মাস, অসীম ধৈর্য ধরে,
কে জিতবে আমায়, কেগো নেবে আপন করে !
কান্না হাসি উত্তেজনায়, ভরিয়ে সবার মন,
ক্যালেন্ডারের পাতায় চোখ আটকে অনুক্ষণ!
খেলার মতন খেলা হলো, হে হারে কে জেতে,
ছুটলো সবাই বলের সাথে, উঠলো জগত মেতে!
মাতলাম আমি ফরাসি হয়ে, জিতের উন্মাদনা,
বইলাম আমি ক্রোয়েট চোখে হয়ে অশ্রুকণা !

সবার চাইতে বড় হলো খেলার মাঠে খেলা,
হারজিত তো আছেই লেগে, কাপ মেডেলের মেলা!
কেউ জিতবে কেউ বা যাবে ভালো খেলেও হেরে,
কেউবা আবার হেরেও নেবে সকলের মন কেড়ে!
আজ স্বপ্ন দেখতে শিখিয়ে দিলো ছোট্ট একটি দেশ,
থাকবে বেঁচে সবার মনে এই  স্বপ্ন দেখার রেশ.....
কান্না হাসি পাশাপাশি, তবেই জীবন চলে,
হারকে যে নেয় আলিঙ্গনে, তাকেই জয়ী বলে।

স্বপ্ন নতুন উঠবে সেজে কত আমায়  ঘিরে,
কান্না হাসির লোভে আবার আসবো আমি ফিরে!
দিন গোনা আজ শুরু হলো, আবার নামবো মাঠে,
হাসবো কাঁদবো খেলবো আবার হিজিবিজির পাঠে!

pc:dnaindia.com

হিজিবিজি আজ খুব খুশি।হিজিবিজির দুই বন্ধু পাঠালো Real-time World Cup coverage !!
With Camera person Saurabh SenGupta from Croatia and Debasmita Moulick from Moscow!












Sunday 15 July 2018

......মহারানীর ডায়রি থেকে


edmontonjournal.com

দিনটা কাল কাটলো বাজে, চারিদিকে ডামাডোল,
দুপুরে এলো বাবাজীবন, বিকেলে দুটো গোল !
ঘড়ির কাঁটায় ৮ মিনিট লেট, এমনি অবহেলা !
হাঁটলো আমার পায়ে পায়ে, মারলো দুবার ঠেলা!
অদ্ভুত এই মানুষখানি কি করে চালায় দেশ,
Mel-বৌমা মিষ্টি হাসি , লাগলো আমার বেশ !

দুই বৌমা টেনিস দেখে ফিরলো বাড়ি কাল,
বড় বৌমা ভাত বসালো, ছোট মুসুরির ডাল !
আজ বসবো শান্তিমনে,  প্রাসাদে একলা বিকেলবেলা,
ফিস এন্ড চিপস খেতে খেতে জমিয়ে দেখবো খেলা !!








Friday 13 July 2018

হরি বোল

89.35
Croatia 1 -1  England

বাড়িতে হরি, মাঠেও হরি,
চারিদিকে আজ হরি হে,
আজকে দুগোল যে দেবে ভাই
আমার মনের হরি সে !

হরি বোল হরি বোল হরি বোল হরি বোল .........

শ্বেত বসন পরনে হরি,
মাঠময় কত শোভা হে,
আজকে দুগোল দেবেই দেবে
আমার মনের হরি সে !

হরি বোল হরি বোল হরি বোল হরি বোল .........

ছোটবৌ, তুমি পয়া । এস আমার পাশে বসো । একসাথে কীর্তনটা ধরো ।
এই বয়সে কি এতো টেনশান একা নিতে পারি?
খাটের তলা থেকে গয়নার বাক্সটা নিয়ে এসো। আজ জিতলে সব তোমার। .

Extra time:
Croatia 2 -1  England

ছোটবৌ: চাইনা আমার রত্নচূড়া কানপাশা সাতনড়ি
                হারজিত সব মায়া রানীমা , আমার আছে হরি!!!





Friday 6 July 2018

বাঙালির স্বপ্নভঙ্গ

pc:thehindu.com


আজি এ ম্যাচে কে করিল ভর,
বল যে পশিল গোলের পর,
কেমনে পশিল প্রবল বেগে গোল দুইদুইখান,
না জানি কেনরে এতদিন পরে কাঁদিয়া উঠিল প্রাণ।.......

কাঁদিয়া উঠিল প্রাণ,
আজ বাঙালির মন ভারি,
ওরে লুকাকুর তেজ, লুকাকুর দৌড় রুধিয়া রাখিতে নারি।

থর থর করি কাঁপিছে অধর,
মিস রাশিরাশি দেখিছে বসে,
ফুলিয়া ফুলিয়া হানিল নেইমার
গরজি উঠিছে দারুন রোষে।
হেথায় হোথায় ছুটিয়া বেড়ায়,
ঘুরিয়া পড়িয়া মাটিতে গড়ায়,
গোল দিতে চায়, দেখিতে না পায় কোথায় গোলের দ্বার।
কেন রে বিধাতা পাষান হেন,
চারিদিকে বেলজিয়ান কেন,
ভাঙলো ওদের কঠিন বাঁধন,
এক গোল তবু করলো সাধন।...
নাটকের পর নাটক করিয়া,
কেবল যে চাস পেনাল্টি বর,
বিশ্বজয়ী দল যে তোরা,
বরং শক্ত পায়ে বলটা ধর!

বাঙালির আঁখিতে অশ্রুধারা,
বাঙালি দুঃখে দিশেহারা,
বাঙালি জগত প্লাবিয়া হৃদয় ভাঙিয়া
আকুল পাষানপারা।
উপোষ করিয়া, পাঁচালি পড়িয়া ,
হলুদ-সবুজের পতাকা উড়াইয়া,
ব্রাজিলপুজোতে অঞ্জলি দিয়েছিলো ঢালি,
বৃথা মানসিক একান্ন টাকা,
গোলখানা তবু রয়ে গেলো ফাঁকা,
হায়রে অফিস কামাই হলো খালি।

এতো কাপ আছে, এতো ডিশ আছে , তবুও বাঙালি তোর,
ব্রাজিল ঘিরেই যত স্বপ্ন,  ব্রাজিল প্রেমে বিভোর।
কি জানি কি হলো আজি , কাঁদিয়া উঠিল প্রাণ,
দূর হতে শুনি পরের বিশ্বকাপের গান,
এখন ভুলিয়া দুঃখ তোর,
আসিবে আবার নতুন ভোর,
ভাঙ ভাঙ ভাঙড়ে এ শাপ, আঘাতে আঘাত কর,
ব্রাজিল আবার আসিবে ফিরিয়া,
চারটি বছর পর !

Tuesday 3 July 2018

রানী ও রূপকথা


[সকালবেলা । রাজপ্রাসাদ ।  মহারানীমা ব্রাশ করছেন]

ছোটবৌ: রানীমা, চা দেবো ?

[রানীমা একবার কটমট করে তাকিয়ে continues to brush]

ছোটবৌ: রানীমা,  চা দেবো ?

মহারানী: আজকের দিনে কি আমি কিছু খেতে পারি? আমার গলা দিয়ে এক ঢোক জল নামবে? আমার মনের অবস্থা বুঝতে পারো? তুমি আর কি বুঝবে ছোটবৌ? আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি!

ছোটবৌ: না মানে , ভালো করে আদা দিয়ে চা বানিয়েছিলাম, তাই ভাবলাম জিজ্ঞেস করি।
তবে ফুটবল তো ফুটবলই !  খেলা ! তার জন্য আপনি নির্জলা উপোষ করে থাকবেন?

মহারানী: ফুটবল শুধু ফুটবল? কেবল "খেলা"? তুমি এটা বলতে পারলে?  তোমাকে হরি বলেনি ফুটবল মানে কি?  হরি...... হরি.......হরি। ....
যাও, রাজজোতিষী, রাজবৈদ্য  আর রাজপুরোহিত  কে তলব করো , আমার দরকারি কথা আছে!

ছোটবৌ:যথাজ্ঞা  রানীমা!

মহারানী রাজ্যোতিষিকে : 
খেলবে নাকি? ছুটবে নাকি?
করো কি ভবিষৎবাণী?
চলবে নাকি? উড়বে নাকি?
আমাদের  হ্যারি- কাহানি ?

মহারানী রাজপুরোহিতকে:
কোন দিকে  আজ সূয্যি প্রণাম
কোন হাতে মাদুলি সুতো?
কোন ঘটে বাবা জল দিলে আজ
পাবে সে সোনার জুতো ?

মহারানী রাজবদ্যিকে  :
রাজবদ্যি রেডি থেকো তুমি,
বড় আজ হার্টে চাপ,
থর থর করে কাঁপছে শরীর
কপালে বাড়ছে তাপ !

[নিজের মনে বিড় বিড় করে]
আজকে যদি গোল মিস হয়
ত্যাজিব রাজ্য, ছাড়িব সিংহাসন,
গেরুয়া পড়িয়া হবো বৈরাগী
করিলাম এই পণ!

টেনসন এ বাংলা বলছিলাম, এবার নিজের মাতৃভাষায়। ...

Dear o dear, how do I bear,
Full ninety minutes of pain?
Dear o dear,  put on your gear
Run for the cup Harry Kane!

রাজদূত:  মহারানী আজকের স্কোর!!!!!!penalty shootout!!
England 4 - 3 Columbia

মহারানী: YES!!!!!   জয় মা! ছোটবৌ, এবার আদা  দিয়ে চা খাওয়াও। ..............














Monday 2 July 2018

নেই-মার্ আছে-মার

pc:Whatsapp

হারাধনের চোদ্দ ছেলে,  দোষ নেইকো কারো,
দুইটা গেলো পেনাল্টি শুটে, রইলো বাকি বারো!

আজকে মাঠে নামবে ব্রাজিল, হলুদ সবুজ মেলা,
মেক্সিকো  টিম দেবে টক্কর, জমে যাবে খেলা !
বাংলাজোড়া ভক্ত নিয়ে বল পায়ে নেই-মার্ ,
পারবে নাকি করতে আজি মেক্সিকো ছারখার ?

বাঙালির আজ উপোষ, নুন আর চিনি জল,
মায়ের চরণে কাটাবে দিন, ভক্তি যে  অটল!
ছুটবে বাঙালি হিরোর সাথে, ঝড়াবে আজ ঘাম,
মানসিক আজ জোড়া ইলিশ, সাথে ল্যাংড়া আম!
যারা করতো কাল অবধি মেসিদেবের জপ,
আজ তারাও, ক্যাম্প বদল করলো ঝপাঝপ!

"আজকে মাগো, সব শক্তি দিও ওনার পায়ে,
বল নিয়ে বুলেট যেন গোলের দিকে ধায়ে !
আজকে মাগো, তোমার হাতে দিলাম সবই ছেড়ে
ওনার পায়েই বলটা রেখো, কেউ নেয় না কেড়ে !
নেই-মার্ নাম বদলে, হোক যে আছে-মার্,
গোলের ভেতর রকেট হয়ে ঢুকবে যে কিক তার !
আজকে যেন গোনাগুন্তির গল্প আর না থাকে,
আশীর্বাদী ফুলে গোলে মাগো ভরিয়ে রেখো তাকে"


Sunday 1 July 2018

বিদায় আর্জেন্টিনা পর্তুগাল .....


pc:twitter.com

হারাধনের ষোলো ছেলে, খেললো কষে বল,
থাকলো টিকে কেউ, ফিরলো কিছু দল!
ষোলোর খেলায় প্রথম দিনেই নামলো দুই রাজা,
ভক্তরা সব বসলো ঘিরে উত্তেজনায় তাজা!

France  4 - 3 Argentina
রাজা ১:

মেসিমেসি জয়ধনী, ভক্তেদের উল্লাস
রাজা যেন আনমনা, নেই কোনো উচ্ছাস!
ফ্রান্স এমন ছুটলো মাঠে, যেই না পায়ে বল,
হেঁটে বেড়ায় সারা মাঠে তখন রাজার দল ।
রাজার দলে অভিজ্ঞতা, ফরাসি দলে গতি,
উনিশ কেবল, তবু Kylian দেখালো কেরামতি!
বিশ্বকাপের স্বপ্ন ভেঙে, ফিরলো রাজা ঘরে,
হিজিবিজি হাপুস হুপুস কাঁদে রাজার তরে !

Uruguay  2 - 1 Portugal
মহারাজা ২:

রাজার পায়ের দেখতে ম্যাজিক, হাজির সকল ফ্যান,
জমবে খেলা,  রাজার এবার বিশ্বকাপে ধ্যান !
ম্যাজিক যেন ফুরিয়ে গেলো,  কোথায় রাজার মন,
রাজার মুখে রাগের ঝলক, স্তব্ধ প্রজাগণ ।
Cavani তার পায়ের জোরে, জানালো সে সেরা,
বুঝলো রাজা , আর হলো না, কপালে আছে ফেরা ।
বিশ্বকাপের স্বপ্ন ভেঙে, ফিরলো রাজা ঘরে,
হিজিবিজি হাপুস হুপুস কাঁদে রাজার তরে !

তোমরা রাজা ফুটবলের, থাকবে মোদের মনে,
তোমাদেরই অপেক্ষাতে ভক্তরা  দিন গোনে !!
হার জিতেই খেলার মজা, তাই নিয়ে এই পদ্য, 
হারাধনের ষোলোর থেকে রইলো বাকি চোদ্দ!