Sunday 28 July 2019

আসল রাজা!

ভট্টাচার্য বাড়িতে এমনিতেই মাছের রমরমা। তারওপর বছরের এইসময় যখন বৌমা আসে তখন যেন মাছ-মাছ রব পড়ে যায়। 
ওরে কে কোথায় আছিস.......
ইলিশ উঠলো বাজারে? পারশে পাওয়া গেলো? পমফ্রেট কত করে কিলো যাচ্ছে? চিংড়ি গলদা চাই । ... 
বৌমা একটু পেটুক প্রকৃতির । বাড়ি এসে দুপুরে কব্জি ডুবিয়ে মাছ ভাতটা তার বড়ই প্রিয়।যৌথ পরিবারের বৌমা বলে কথা! এক শাশুড়ি ইলিশভাপা বানাচ্ছে তো আরেক শাশুড়ি চিংড়ির মালাইকারি। এক শাশুড়ি লঙ্কাকাটা ঝোল তো অন্যজন ট্যাংরা মাছের ঝাল। 
"বৌমা, কড়া করে দুটো পারশে ভেজে দি?"
কলকাতা যাবার দিন যত এগিয়ে আসছে বৌমা তত নানারকমের স্বপ্ন দেখছে...
এই তো কাল রাতে , দেখে কিনা মাছেদের লোকসভা  ..........

pc:Mousumi Guha

আমি ইলিশ বলছি . .....
মাছের তুমি হিরোই বলো কিম্বা বলো রাজা,
এই শর্মাই বাকি সবার বাজিয়ে দেবে বাজা!!
রূপে গুনে সব কিছুতেই আমি উত্তম অতি,
সারা বাংলা গদগদ, প্রেমে আমার প্রতি !
চকচকে এই রুপালি রঙে মাছের বাজার আলো,
পরিবারের সবাই আমায় বাসে ভীষণ ভালো !
রুই কাতলা বড্ড বোরিং, রোজই থাকে পাতে,
কড়াই ভরা ঝোল, সাঁতরে বেড়ায় তাতে !
পারশে মাছের স্বাদ, ভালোই লাগে ঝালে,
জেলে ভায়া খুশি, পড়লে দুখান জালে !
বাটাখানা কেমন জানি নামেই খেয়েছে মার,
যার নামে জুতো ফেমাস, কি আর হবে তার??
ট্যাংরাভায়া টেস্টি বটে তবে বড্ড যেন রোগা,
চেহারায় নেইকো চটক, পিলে জ্বরে ভোগা !
শোল, আড়, ভীষণ ফ্যাটি রাঁধবে তুমি খেটে ,
খাবার পরে চাই Gelusil, সয়না তেমন পেটে !
ভেটকি-পমফ্রেট চলে, তবে মুচমুচে ফিস fry,
চোওয়া ঢেকুর নিশ্চিত, তবু করতে পারো try !
চিংড়িভায়া মাথামোটা, ডাকসাইটে বোকা,
নিজেকে সে মাছ ভাবে, যদিও জলের পোকা! 
একেবারেই খুচরো হলো পুঁটি মোরোলা কই,
এরাও পেয়েছে মাছের status দেখে অবাক হই !

আমার কথা কি আর বলি, বর্ষামুখর রাতে 
স্বর্গসুখের প্রতীক হয়ে, থাকি বাঙালির পাতে ।
ল্যাজা, মুড়ো, গাদা, পিঠ, সবই যাবে পেটে,
যাই বানাবে আমায় দিয়ে খাবে আঙ্গুল চেটে !
ঝোল রাঁধবে বেগুন দিয়ে কিম্বা সর্ষে ঝাল,
ভাপে দিয়ে মেখে তুমি, ভাত খাবে এক থাল।
খিচুড়িতে ইলিশ ভাজা মুচমুচে আর কড়া ,
প্রথম পাতে জমিয়ে দেবে আমার ডিমের বড়া !!
আমার মাথার ঘন্ট বানাও পুই শাক দিয়ে কষে,
লিখে দিলাম খাবে যে জন ভাত চাইবে শেষে!
কর্তা খুশি, গিন্নি খুশি, ভীষণ খুশি জামাই ,
মাছের রাজা থাকলে পাতে জীবনে আর কি চাই?

রুই কাতলা বাটা পারসে কই মৌরলা ট্যাংরা 
[Chorus ]:

ওগো এবার চুপ করো তুমি, একি ভীষণ জ্বালা, 
'আমি আমি' শুনে আমাদের কান(কো) ঝালাপালা।
তোমার কাঁটা বাছতে গিয়ে চোখের পাওয়ার বাড়ে,
খাবার পরে হপ্তা খানেক বাড়িতে গন্ধ ছাড়ে!
আমরা হলাম বারো মেসে, আমরা নিজের লোক,
তুমি অতিথি অল্প দিনের, বর্ষাকালের ঝোঁক !
বর্ষা যাবে, তুমিও যাবে, এত গর্ব কিসে?
যে কদিন আছো সাথে, থাকো না মিলে মিশে ।
নুন হলুদে মাখিয়ে তেলে সবাই তো মাছ ভাজা,
সবারে সমান দেখে যেজন সেজন আসল রাজা!

[এলার্ম বাজছে, ঘুম ভেঙে গেলো বৌমার ]




Monday 22 July 2019

চন্দ্রযান



"মধুচন্দ্রিমা ট্রাভেলস" বুকিং অফিসের বাইরে বাস স্ট্যান্ড এ দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ কানে এলো.....

এ::  আচ্ছা দাদা, আপনিও কি "চন্দ্রিমা" প্যাকেজ?


বি::  অবশ্যই ! এখন থেকে বুকিং না করলে সেই ওয়েটিং লিস্ট!  আমাদের যা হয়েছে হোক, ছেলেটাকে যাতে ওয়েটিং লিস্ট এ না থাকতে হয়.....


এ :: আমাদেরও  এক গল্প। গিন্নি জোর করে পাঠালো। একটা মাত্র মেয়ে, আজ বাদে কাল বড় হবে, বিয়ে দেবো , তখন গিন্নির ইচ্ছে একটা "চন্দ্রে মধুচন্দ্রিমা" গিফট করবেন মেয়ে জামাইকে।
কি লাইন দেখলেন? ভোর ৪ থেকে ইঁট পেতে লাইন দিয়েছি। .....

বি : সেই, এ ছাড়া তো গতিও নেই । পৃথিবীতে কি আর মধুচন্দ্রিমার জায়গা খালি  আছে বলুন? এখনই যা অবস্থা, ছেলেমেয়েগুলোর বিয়ে হতে হতে . ....


বি::  যা বলেছেন  দাদা! পরিবেশ দূষণের ঠেলায় নিশ্বাস নিতে পারছিনা! 


এ:: তা বটে তবে ওখানেও তো অক্সিজেন নেই ...


বি::  আরে বাবা, আজ নেই, কাল কিছু না কিছু বন্দোবস্ত হবেই ! 

বৈজ্ঞানিকরা তো এমনি এমনি দিন রাত এক করে কাজ করছেন না !  
"মধুচন্দ্রিমা" প্রমিস করলো কলকাতা থেকে দিনে মিনিমাম দুটো করে চন্দ্রযান ছাড়বে! রাস্তায় জলখাবার প্যাকেজে ইনক্লুডেড !

এ::  বাবা তো, চিন্তা হয়। জানি ওখানে জল ও নেই.


বি::  তা এখানে কোনসা আছে?  চারিদিকে খাবার জলের অভাব ! নেতারা কেবল কথা বলে চলেছে, কাজের বেলায় লবডঙ্কা!

"মধুচন্দ্রিমা" আশ্বাস দিলো, চাঁদে এমন একটা ট্যাবলেট পাওয়া যাবে  যেটা খেলে আর জল খেতে হবেনা ১০ দিন।
ওটা প্যাকেজে ইনক্লুডেড !

এ::  একটাই চিন্তা, চাঁদে wifi  .......

মেয়ে Status আপডেট দিতে পারবে তো? "honeymooning on the moon"? নয়তো গিন্নির এই উপহার একেবারে বৃথা যাবে।...
বাবা মা হওয়ার বড় চিন্তা , সব রকম ভাবতে হয়।

বি: আরে মশাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন!  Jio পৃথিবীতে এখনই দিনে 5 GB data pack দিচ্ছে। 
মধুচন্দ্রিমা ভরসা দিলো যে চাঁদে wifi তখন আর লাগবেনা । তখন সব কিছু AI ...সেটা ওই "চন্দ্রিমা" প্যাকেজে ইনক্লুডেড !

এ:: তা আপনার ছেলের কত বয়স?

বি :: এই দুই এ পা দিলো।....তবে দেখতে দেখতে সময় কেটে যাবে।...Time flies . 
আপনার মেয়ে?

বি:: না মানে... আমার গিন্নির ওই আগামী মাসের ২৪ তারিখ ডেট  ......
একদিকে Hima Das , অন্যদিকে Muthayya Vanitha. Ritu Karidhal....
আমাদের দুজনেরই ইচ্ছে মেয়ে হোক! 

[বাস এসে গেলো,  উঠে পড়লাম, বাকিটা আর শোনা হলো না ]
....to be continued......

Thursday 11 July 2019

মহারানীর ডাইরি থেকে : Semifinals চলছে...



[ রাজপ্রাসাদ ।  TV চলছে । মহারানী ম্যাচ দেখছেন  । পাশে রাজপুরোহিত, রাজবৈদ্য, রাজজোতিষী ।

ছোটবৌ: রানীমা, চা  দেবো  ?

[রানীমা টিভি থেকে চোখ সরালেন না , কিছুই শুনতে পেলেন না ]

ছোটবৌ: রানীমা,  চা দেবো ? আদা , এলাচ দিয়ে মাসালা টি বানিয়েছি। ঠিক যেমন আপনার প্রিয়।..

মহারানী:   ২২৪!! ছোটবৌ ২২৪!
এখন কি আমার চা খাওয়ার সময়? মাঠে ছেলেগুলো না খেয়ে আছে....
Jonny - Jason দৌড়ে বেড়াচ্ছে।..আমি সেখানে আদা দেওয়া চা খেতে পারি?

ছোটবৌ: না মানে..... ৫০ ওভার না খেয়ে বসে থাকবেন? আজ তিনদিন শুধু সাবু দুধ কলা খেয়ে আছেন আর হিজিবিজি পাঁচালি পড়ছেন! এমনি করলে চলবে?
নিদেন পক্ষে একটু হরলিক্স করে দি? আরে বাবা শরীরটাকে ঠিক রাখতে হবে তো!

মহারানী: আঃ ছোটবৌ, মেলা ফ্যাচ ফ্যাচ কোরনা । তুমি আর কি বুঝবে আমাদের ঐতিহ্য? আমাদের সংস্কৃতি? আমাদের খেলাধুলো? হরি যে কি দেখে  ...... সে যাগ্গে  .....
রাজপুরোহিত, হিজিবিজি পাঁচালির সেকেন্ড stanza টা আরেকবার বলো দিকি। .
বৌমারা মাথায় ঘোমটা দাও।

রাজ্পুরোহিত (দুলে দুলে):
Jonny আর Jason অতি good boy,
ভক্তি ভরে দুইজনা মারে চার ছয় ।
খেলিছে নিষ্ঠাভরে এই দুইজন,
কাপ হাতে ফিরিবে করিয়াছে পণ !

মহারানী: অতি উত্তম !
রাজ্ জোতিষী, আমি কি পূর্ব দিকে মুখ করেই বসে থাকবো? মুখ ঘোরালে আউট হয়ে যেতে পারে ।

 রাজজোতিষী : না মহারানী আপনি একদম চিন্তা করবেন না ।
এখন স্বয়ং রাহু কেতু একসাথে এসে লেগস্পিন-গুগলি  করলেও আউট হবে না |
মঙ্গলে দশা আজ অতি শুভক্ষণ,
ছকে ছকে বাউন্ডারি এমন লগন!
শনি আজ ব্যস্ত আছে অন্য কাজে,
টিম আজ তৈরী জয়ের সাজে !

মহারানী: অতি উত্তম !
রাজবৈদ্য, তুমি টিমের ব্রেকফাস্ট এর আগে হোটেলে গেছিলে তো? সব ঠিক আছে?

রাজবৈদ্য : আপনি একদম চিন্তা করবেন না মহারানী। একেবারে অব্যর্থ ওষুধ দিয়ে এসেছি রানীমা।...
মধু তুলসীপাতা একসাথে বেটে,
খেয়েছে এগারোজন শিল থেকে চেটে !
সাথে ছিলো ফোঁটা তিন আকন্দের রস
বিপক্ষকে তবেই তো হয়েছে যে বশ !


মহারানী: [হাত জোর করে মাথায় ঠেকিয়ে] : জয় মা! মুখ রেখো! জোড়া পাঁঠার কথা আমি ভুলিনি। ..
 রাজবৈদ্য, প্রেসার মাপার যন্ত্রটা  এনেছো তো?

.................খেলা চলছে।...




Sunday 7 July 2019

রানীমার ডাইরি থেকে...Semifinals...

pc:times




England have booked their place in the semi-finals of the Cricket World Cup for the first time since 1992.It's the first time the team has qualified for this deciding stage of the tournament in 27 years!

[ রাজপ্রাসাদ ।  ডিনার । মহারানীমা অপেক্ষা করছেন । দুই বৌ খাবার বেড়ে দিচ্ছে ]

ছোটবৌ: রানীমা, ভাত দেবো  ?

[রানীমা একবার  তাকালেন,  দৃষ্টিতে একটা শূন্যতা , কি যেন ভাবছেন। ....]

ছোটবৌ: রানীমা,  ভাত দেবো ? আজ দিদি শুক্তো বানিয়েছে । ঠিক যেমন আপনি ভালোবাসেন, ঘি ভাজা মশলা দিয়ে  .....

মহারানী:   সাতাশ বছর!!
আমার মনের অবস্থা বুঝতে পারো? সাতাশ বছর!!
তুমি আর কি বুঝবে ছোটবৌ? আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের খেলা। .....

ছোটবৌ: না মানে..... ক্রিকেটই তো! খেলা ! তার জন্য আপনি ভাত খাবেন না? এখনো তো তিন চার দিন দেরি আছে  ...

মহারানী:  ক্রিকেট শুধু ক্রিকেট ? কেবল "খেলা"?  তুমি এটা বলতে পারলে ছোটবৌ?
The only game of a gentleman..........
তোমাকে হরি বলেনি ক্রিকেট মানে কি?
হরি...... হরি.......ও হরি....

ছোটবৌ: I know its an awesome game ! Similar to our Baseball ..আমাদের দেশে ও  ....

মহারানী: রাখো তোমার দেশ! ওখানে তো সবই awesome !
তারওপর তুমি কিনা ক্রিকেটের সাথে baseball এর তুলনা করো? কি সাংঘাতিক স্পর্ধা ! তখনই হরিকে পই পই করে বলেছিলাম। ....তা কে শোনে কার কথা.....

যাগ্গে সে সব কথা।  আজকে আমি এমনিতেই stressed .
যাও, রাজজোতিষী, রাজবৈদ্য আর রাজপুরোহিত  কে তলব করো , আমার দরকারি কথা আছে।
হাতে মাত্র তিনটি দিন !

ছোটবৌ: যথাজ্ঞা  রানীমা!

[Enter রাজজোতিষী, রাজপুরোহিত,রাজবদ্যি]

মহারানী (রাজজোতিষীকে):

হাত গুনে বলো দেখি
জিত নাকি হার,
ব্যাটে বলে কয়খানা
হবে মাঠ পার ?
কপালে আছে লেখা
কত শত রান,
আসবে কি হাতে মোর
ওই কাপখান ?

মহারানী (রাজপুরোহিতকে ):

কোন পাঁচালি পড়লে পরে
Jonny ঘোরাবে ব্যাট,
কোন ফুলে অঞ্জলি দিলে
হবে না HOWZAT !
কোন মন্ত্রে Jofra মাঠে
তুলবে এমন ঝড়,
টপাটপ পড়বে উইকেট
বিপক্ষ নড়বড় !

মহারানী (রাজবদ্যিকে)  :

Moeen Aliর পালস রেট
রাখবে তুমি ধরে,
Liam যেন হাওয়ার বেগে
বলের সাথে ওড়ে।
Morgan কে জড়িবুটি
এমন দেবে বেটে,
মাঠ জুড়ে রান বানাবার
আশ যেন না মেটে !

[নিজের মনে বিড় বিড় করে]
[background music: dhak dhak karne laga...o mora jiyara darrne laga...]

ক্যাঙারুরা যতই লাফাক
আমাদের হবে কাপ,
মাগো,জোড়া পাঁঠা দেবো
পার করো এই ধাপ  !
ফাইনালে জিতবো আবার
এই করেছি পণ,
নতুবা ত্যাজিব Tikka Masala ,
এবং সিংহাসন...

টেনসন এ বাংলা বলছিলাম, এবার নিজের মাতৃভাষায়। ...

Dear o dear, how do I bear,
Three more days of pain?
Dear o dear, the cup is so near
Go get it Jonny-Ben!

বড়বৌ: রানীমা , শুক্তো  দেবো ?