Friday 21 May 2021

Emoticon জিন্দাবাদ !

 😍😃😎
জীবনের একটা কঠিন সময় তোদের নিয়েই কেটে গেলো এবং যাচ্ছে । 
তোদের  স্রষ্টাকে অনেক ধন্যবাদ।
একটা সময় তোদের কেবল মাত্র মজা করে ব্যবহার করেছি, আজ তোদের ভরসায় দূর থেকে ভালোবাসা, বন্ধুত্ব, সহায়তা, শক্তি, আরো অনেক কিছু অনুভব করার চেষ্টা করি ।
Real আর virtual এর তুলনা করা উচিত নয় । বন্ধুর গলা জড়িয়ে যে আনন্দ সে কি আর একটা symbol এ পাওয়া যায়? কিন্তু আজকে যখন সবাই দূরে , কারোর সাথে দেখা হওয়ার কোনো উপায় নেই, তখন তোরা  যে কত বড় সম্বল তা বলে বোঝানো মুশকিল  .......
Emoticon জিন্দাবাদ !

🤗 
কাছে নেই জানি, যখন দূরে সকল আপনজন,
উষ্ণ স্পর্শ নিয়ে তুমি হাজির ভার্চুয়াল আলিঙ্গন  .......
সত্যি বলছি  ..Virtual hug 🤗 also works!!
হাত বাড়ানো এই ছোট্ট ইমোটিকন আজকাল অনেক কথা বলে, অনেক স্পর্শ অনুভব করায় । হলোই বা ভার্চুয়াল, মনের অনুভূতিটা তো বয়ে আনে ।

❤️ 
তোমায় ভালোবাসি চাই জানাতে  আমি প্রতিক্ষনে,
তাই পাঠালাম টুকটুকে এক হৃদয় তোমার সনে   ............
হাজার হাজার মাইল দূর থেকে রোজ সকালে নিয়ম করে কিছু হৃদয় আসে - জানান দেয়  আমাকে ভালোবাসে ।কাছে আসার অনেক ইচ্ছে মনের মধ্যে লুকিয়ে রাখতে হয়, খানিকটা অসহায়ই বলতে পারো । তবু ঘুম চোখ খুলেই একটা ❤️ পাঠাতে পারলেও যেন খানিকটা নিশ্চিন্ত । কিছুভাবে যেন কানেক্টেড হতে পারা ।

 😜
সামনে যদি থাকতে তুমি, মাটিতে হেসে গড়াগড়ি,
দূরে বলে ইমোজি দিয়ে সেই ইচ্ছে পূরণ করি.... 
আরে বাবা, এই বাজারে কৌতুকরস 😜অত্যন্ত জরুরি। ইমিউনিটির অব্যর্থ ওষুধ ।
চারিদিকের এই পরিস্থিতে ঠোঁটের কোণে হাসি যেন আর আসেনা । অনেক মজার কথা বলতে ইচ্ছে করে কিন্তু কত আর ফোনে বলা যায়? তবু চেষ্টার ত্রুটি নেই, তাই মজার কথা লিখে সাথে যায় জিভ বার করা এক চোখ বোজা ইমোজি। .
তোমার মুখে হাসি দেখতে চাই ।

😭
পাঠিওনাকো সুদূর থেকে চোখের পাতা ভিজে,
ভালো কিছু স্মরণ করে মুছেই ফেলো নিজে। ..........
নাহ , এইখানা পাঠিয়ে কোনো লাভ নেই । চোখের জল দূর থেকে মোছানো একেবারেই সম্ভব নয়। ওটা নিজেকেই সামলাতে হবে যতদিন না দেখা হচ্ছে।আমার মতে এনাকে বেশি ব্যবহার করে লাভ নেই । 

😃😁😊 এই তিন মূর্তি clear winner !!
এদের সাথেই কঠিন সময়ে ছড়াও অনেক হাসি 
যেখানে থাকো এক নিমেষে জানাও ভালোবাসি। ......... 

#হিজিবিজি 


Tuesday 11 May 2021

চরৈবেতি

চরৈবেতি ।
শব্দটার সাথে পরিচয় হলো কয়েকদিন আগেই ।এক বন্ধু নিচের ছবিতে (ফেসবুকে) কমেন্ট রেখেছিলো। ..
মানেটা ভালো করে বোঝার জন্য একটু গুগল করলাম। 
(Google ছাড়া জীবনের কোনো উপলব্ধিই আর আজকাল সম্ভব নয় )😀
ভীষণ মনে ধরলো কথাটা।
চরৈবেতি : সামনের দিকে এগিয়ে চলার মন্ত্র ।
Keep walking, Keep walking ..........


चरैवेति…चरैवेति!!!
चरन् वै मधु विन्दति चरन् स्वादुमुदुम्बरम्।
सूर्यस्य पश्य श्रेमाणं यो न तन्द्रयते चरंश्चरैवेति॥ 
(ऐतरेय ब्राम्हण ७.१५)
चलते रहो, चलते रहो…
Keep moving, keep moving…

 

বেদ উপনিষদ গীতা বুঝিনা । তাই এই শ্লোকের বিশ্লেষণ করতে পারবোনা । 
শুধুমাত্র জীবনের কিছু সাধারণ ঘটনা দিয়ে এই অসাধারণ শব্দটাকে  উপলব্ধি করার চেষ্টা করছি।  
খুব  প্রিয় জিনিস হারিয়ে যাবার পরে জীবন যখন থেমে যায় , মনে হয় উঠে দাঁড়ানোর শক্তি বুঝি আর নেই, 
ঠিক তখন ........
একটা শব্দ । 
চরৈবেতি । 
এগিয়ে যাবার শক্তি। মনের মধ্যে গেঁথে গেলো ........

                                 *****

১.

রবিবার ব্রাঞ্চের উপমা ও-ই বানাতো। ঘি মসলা জমিয়ে পড়তো তাতে । তারপর সারাদিন অল্প অল্প করে অনেকবার খেতো ।নীলা বানালেই বলতো, দূর, মসলা আর নুন আরো লাগবে, তবেই স্বাদ খুলবে । কখনো বলতো,  এহ একেবারে বিধবাদের উপমা বানিয়েছিস।
নীলা মুখ গোমড়া করতো ।
*
হালকা সবুজ  রংটা বরাবরই ভালো লাগে নীলার । একটা নতুন ফ্রেশ ফিলিং ।যত্ন করে পাটে পাটে পিন লাগিয়ে পরেছিল সেদিন। ও বললো , 'এখন থেকেই বিধবাদের মতন সাজছিস কেন?" । 
হেসে উঠেছিল নীলা ।
*
আজ রবিবার। নীলা হালকা সবুজ শাড়িটা পরে জমিয়ে উপমা বানিয়েছে । ও নেই তাই কোনো কমেন্টও নেই ।অনেক চেষ্টা করেও মসলা আর নুন মনে হচ্ছে ঠিক দিতে পারেনি। খোলেনি তেমন টেস্ট ।
তবু আজ সারাদিন অল্প অল্প করে অনেকবার খাবে নীলা ।

চরৈবেতি,  শুধু এগিয়ে যাওয়া সামনের দিকে  ...........

২.

ওর  ভালো লাগতো cast Iron এর  ভারী পাত্রটাতে রান্না করতে । প্রোফেসনাল Chef দের মতন। 
শখ করে কিনেছিলো, যত্ন করে ব্যবহার করতো। রান্না হয়ে গেলে আবার ধুয়ে মুছে রাখতো। চট করে অন্য কেউ হাত দেওয়ার সাহস করতোনা ।
নীলার অবশ্য কোনোদিন ভালোও লাগতো না ওই বাসনটা । বড্ড ভারী। 
যদিবা কোনোদিন রান্না করেও ফেলতো, রান্নার পর ধুতে ভীষণ রাগ হতো । গজগজ করতো ।
বলতো , "হাত  ব্যথা করে এইটা ধুতে, কেন যে কিনিস এই ভারী বাসনগুলো".....
ও বলতো, "তোর কব্জিতে কোনো জোর নেই। ভিজিয়ে রেখে দে, আমি পরে ধুয়ে দেব"
অনেক স্মৃতি ওই বাসনটা ঘিরে । স্ট্যু আর ইতালিয়ান রিসোত্তো ওই পাত্রে তৈরী করতো ও। 
উইকেন্ডে রান্নার দায়িত্ব ছিল ওর ।
আজ রবিবার । নীলা আজ ওই পাত্রতে  Stew বানালো ।খাওয়া দাওয়া মিটিয়ে পাত্রটা ধুয়েই রাখলো একবারে।
আজ তেমন ভারী লাগলো না।
মনটা যে আজ অনেক বেশি ভারী।

চরৈবেতি,  শুধু এগিয়ে যাওয়া সামনের দিকে  ........... 

৩.

বাড়ি ঢুকেই  ঘরের লাইট জ্বালাবার আগে ও টিভি অন  করতো । বরাবরের অভ্যেস । 
গত ২০ বছর ধরে দেখছে নীলা। দুনিয়ার নিউস না দেখলে চলতোনা ।
সারাদিন CNN অসহ্য লাগতো নীলার। রেগে মেগে মাঝে মাঝে দুকথা শুনিয়েও দিতো।
"কি যে নিউজ দেখিস সারাদিন যেন সারা জগতের দায়িত্ব তোর!"
"আরে বাবা, TV টা ব্যাকগ্রউন্ড মিউজিকের মতন, চলুক"। 
নীলা বেশি অশান্তি করলে, mute করে দিতো TV টা । মুচকি মুচকি হাসতো কিন্তু টিভি অফ করতো না ।
এখন ও নেই। 
তবু CNN চলে সারাদিন। CNN এর নিউস anchor রা কথা দিয়ে ভরিয়ে রাখে শূন্যস্থান ।
মাঝে মাঝে নীলার ইচ্ছে করে কিছু বলতে, কথাগুলো ঠোঁট অবধি এসেও যায় কিন্তু  ...
ঢোক গিলে কথা বলতে শিখছে নীলা।

চরৈবেতি,  শুধু এগিয়ে যাওয়া সামনের দিকে  ........... 

*****

All characters in this are fictitious. Any resemblance to real persons, living or dead is purely coincidental.

😍