Saturday 8 June 2019

জামাই ষষ্ঠী


নাদুসনুদুস জামাই বসে, নকশি কাঁথা আসন,
আড়াল থেকে আড়চোখেতে বৌ করছে শাসন !
শাউড়িমাতা ঝালর পাখায় দিচ্ছে করে হাওয়া,
বৌয়ের দিকে না তাকিয়ে করলো শুরু খাওয়া !
এক বাটিতে তেতো শুক্ত, অন্য বাটি ডাল
মাছের মুড়ো তাকিয়ে বলে, আমায় পাতে ঢাল !
এক বাটিতে ইলিশ ভাপা মুচকি দেখি হাসে,
কষা মাংস মারছে উঁকি বাটিতে তার পাশে!
বৌয়ের দিকে না তাকিয়ে সোজা পরের বাটি,
গলদাভায়ার মালাইকারি  যত্ন পরিপাটি ।
শেষের পাতে চাটনি পায়েস, ল্যাংড়া দুখান আম,
শাউড়িমাতা আঁচল দিয়ে মুছিয়ে দিলেন ঘাম।
"আহা বাছা আর দুমোঠো দিই না এনে ভাত,
রেঁধেছি সব তোমার প্রিয়, তবুও  খালি পাত ?"
জামাই ভাবে,
"যে জিনিস দিয়েছো মাগো সাতটি পাকে বেঁধে,
সে পাপ কি আর খন্ডাবে মা, পাঁচব্যঞ্জন রেঁধে?"

--সকল জামাইদের হিজিবিজির অভিনন্দন।.....