Friday 6 July 2018

বাঙালির স্বপ্নভঙ্গ

pc:thehindu.com


আজি এ ম্যাচে কে করিল ভর,
বল যে পশিল গোলের পর,
কেমনে পশিল প্রবল বেগে গোল দুইদুইখান,
না জানি কেনরে এতদিন পরে কাঁদিয়া উঠিল প্রাণ।.......

কাঁদিয়া উঠিল প্রাণ,
আজ বাঙালির মন ভারি,
ওরে লুকাকুর তেজ, লুকাকুর দৌড় রুধিয়া রাখিতে নারি।

থর থর করি কাঁপিছে অধর,
মিস রাশিরাশি দেখিছে বসে,
ফুলিয়া ফুলিয়া হানিল নেইমার
গরজি উঠিছে দারুন রোষে।
হেথায় হোথায় ছুটিয়া বেড়ায়,
ঘুরিয়া পড়িয়া মাটিতে গড়ায়,
গোল দিতে চায়, দেখিতে না পায় কোথায় গোলের দ্বার।
কেন রে বিধাতা পাষান হেন,
চারিদিকে বেলজিয়ান কেন,
ভাঙলো ওদের কঠিন বাঁধন,
এক গোল তবু করলো সাধন।...
নাটকের পর নাটক করিয়া,
কেবল যে চাস পেনাল্টি বর,
বিশ্বজয়ী দল যে তোরা,
বরং শক্ত পায়ে বলটা ধর!

বাঙালির আঁখিতে অশ্রুধারা,
বাঙালি দুঃখে দিশেহারা,
বাঙালি জগত প্লাবিয়া হৃদয় ভাঙিয়া
আকুল পাষানপারা।
উপোষ করিয়া, পাঁচালি পড়িয়া ,
হলুদ-সবুজের পতাকা উড়াইয়া,
ব্রাজিলপুজোতে অঞ্জলি দিয়েছিলো ঢালি,
বৃথা মানসিক একান্ন টাকা,
গোলখানা তবু রয়ে গেলো ফাঁকা,
হায়রে অফিস কামাই হলো খালি।

এতো কাপ আছে, এতো ডিশ আছে , তবুও বাঙালি তোর,
ব্রাজিল ঘিরেই যত স্বপ্ন,  ব্রাজিল প্রেমে বিভোর।
কি জানি কি হলো আজি , কাঁদিয়া উঠিল প্রাণ,
দূর হতে শুনি পরের বিশ্বকাপের গান,
এখন ভুলিয়া দুঃখ তোর,
আসিবে আবার নতুন ভোর,
ভাঙ ভাঙ ভাঙড়ে এ শাপ, আঘাতে আঘাত কর,
ব্রাজিল আবার আসিবে ফিরিয়া,
চারটি বছর পর !

No comments:

Post a Comment