Monday 16 July 2018

বিশ্বকাপের হিজিবিজি


pc: Indiatoday.in

বসে ছিলাম একটি মাস, অসীম ধৈর্য ধরে,
কে জিতবে আমায়, কেগো নেবে আপন করে !
কান্না হাসি উত্তেজনায়, ভরিয়ে সবার মন,
ক্যালেন্ডারের পাতায় চোখ আটকে অনুক্ষণ!
খেলার মতন খেলা হলো, হে হারে কে জেতে,
ছুটলো সবাই বলের সাথে, উঠলো জগত মেতে!
মাতলাম আমি ফরাসি হয়ে, জিতের উন্মাদনা,
বইলাম আমি ক্রোয়েট চোখে হয়ে অশ্রুকণা !

সবার চাইতে বড় হলো খেলার মাঠে খেলা,
হারজিত তো আছেই লেগে, কাপ মেডেলের মেলা!
কেউ জিতবে কেউ বা যাবে ভালো খেলেও হেরে,
কেউবা আবার হেরেও নেবে সকলের মন কেড়ে!
আজ স্বপ্ন দেখতে শিখিয়ে দিলো ছোট্ট একটি দেশ,
থাকবে বেঁচে সবার মনে এই  স্বপ্ন দেখার রেশ.....
কান্না হাসি পাশাপাশি, তবেই জীবন চলে,
হারকে যে নেয় আলিঙ্গনে, তাকেই জয়ী বলে।

স্বপ্ন নতুন উঠবে সেজে কত আমায়  ঘিরে,
কান্না হাসির লোভে আবার আসবো আমি ফিরে!
দিন গোনা আজ শুরু হলো, আবার নামবো মাঠে,
হাসবো কাঁদবো খেলবো আবার হিজিবিজির পাঠে!

pc:dnaindia.com

হিজিবিজি আজ খুব খুশি।হিজিবিজির দুই বন্ধু পাঠালো Real-time World Cup coverage !!
With Camera person Saurabh SenGupta from Croatia and Debasmita Moulick from Moscow!












No comments:

Post a Comment