![]() |
pc:twitter.com |
হারাধনের ষোলো ছেলে, খেললো কষে বল,
থাকলো টিকে কেউ, ফিরলো কিছু দল!
ষোলোর খেলায় প্রথম দিনেই নামলো দুই রাজা,
ভক্তরা সব বসলো ঘিরে উত্তেজনায় তাজা!
France 4 - 3 Argentina
রাজা ১:
মেসিমেসি জয়ধনী, ভক্তেদের উল্লাস
রাজা যেন আনমনা, নেই কোনো উচ্ছাস!
ফ্রান্স এমন ছুটলো মাঠে, যেই না পায়ে বল,
হেঁটে বেড়ায় সারা মাঠে তখন রাজার দল ।
রাজার দলে অভিজ্ঞতা, ফরাসি দলে গতি,
উনিশ কেবল, তবু Kylian দেখালো কেরামতি!
বিশ্বকাপের স্বপ্ন ভেঙে, ফিরলো রাজা ঘরে,
হিজিবিজি হাপুস হুপুস কাঁদে রাজার তরে !
Uruguay 2 - 1 Portugal
মহারাজা ২:
রাজার পায়ের দেখতে ম্যাজিক, হাজির সকল ফ্যান,
জমবে খেলা, রাজার এবার বিশ্বকাপে ধ্যান !
ম্যাজিক যেন ফুরিয়ে গেলো, কোথায় রাজার মন,
রাজার মুখে রাগের ঝলক, স্তব্ধ প্রজাগণ ।
Cavani তার পায়ের জোরে, জানালো সে সেরা,
বুঝলো রাজা , আর হলো না, কপালে আছে ফেরা ।
বিশ্বকাপের স্বপ্ন ভেঙে, ফিরলো রাজা ঘরে,
হিজিবিজি হাপুস হুপুস কাঁদে রাজার তরে !
তোমরা রাজা ফুটবলের, থাকবে মোদের মনে,
তোমাদেরই অপেক্ষাতে ভক্তরা দিন গোনে !!
হার জিতেই খেলার মজা, তাই নিয়ে এই পদ্য,
হারাধনের ষোলোর থেকে রইলো বাকি চোদ্দ!
No comments:
Post a Comment