Tuesday 3 July 2018

রানী ও রূপকথা


[সকালবেলা । রাজপ্রাসাদ ।  মহারানীমা ব্রাশ করছেন]

ছোটবৌ: রানীমা, চা দেবো ?

[রানীমা একবার কটমট করে তাকিয়ে continues to brush]

ছোটবৌ: রানীমা,  চা দেবো ?

মহারানী: আজকের দিনে কি আমি কিছু খেতে পারি? আমার গলা দিয়ে এক ঢোক জল নামবে? আমার মনের অবস্থা বুঝতে পারো? তুমি আর কি বুঝবে ছোটবৌ? আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি!

ছোটবৌ: না মানে , ভালো করে আদা দিয়ে চা বানিয়েছিলাম, তাই ভাবলাম জিজ্ঞেস করি।
তবে ফুটবল তো ফুটবলই !  খেলা ! তার জন্য আপনি নির্জলা উপোষ করে থাকবেন?

মহারানী: ফুটবল শুধু ফুটবল? কেবল "খেলা"? তুমি এটা বলতে পারলে?  তোমাকে হরি বলেনি ফুটবল মানে কি?  হরি...... হরি.......হরি। ....
যাও, রাজজোতিষী, রাজবৈদ্য  আর রাজপুরোহিত  কে তলব করো , আমার দরকারি কথা আছে!

ছোটবৌ:যথাজ্ঞা  রানীমা!

মহারানী রাজ্যোতিষিকে : 
খেলবে নাকি? ছুটবে নাকি?
করো কি ভবিষৎবাণী?
চলবে নাকি? উড়বে নাকি?
আমাদের  হ্যারি- কাহানি ?

মহারানী রাজপুরোহিতকে:
কোন দিকে  আজ সূয্যি প্রণাম
কোন হাতে মাদুলি সুতো?
কোন ঘটে বাবা জল দিলে আজ
পাবে সে সোনার জুতো ?

মহারানী রাজবদ্যিকে  :
রাজবদ্যি রেডি থেকো তুমি,
বড় আজ হার্টে চাপ,
থর থর করে কাঁপছে শরীর
কপালে বাড়ছে তাপ !

[নিজের মনে বিড় বিড় করে]
আজকে যদি গোল মিস হয়
ত্যাজিব রাজ্য, ছাড়িব সিংহাসন,
গেরুয়া পড়িয়া হবো বৈরাগী
করিলাম এই পণ!

টেনসন এ বাংলা বলছিলাম, এবার নিজের মাতৃভাষায়। ...

Dear o dear, how do I bear,
Full ninety minutes of pain?
Dear o dear,  put on your gear
Run for the cup Harry Kane!

রাজদূত:  মহারানী আজকের স্কোর!!!!!!penalty shootout!!
England 4 - 3 Columbia

মহারানী: YES!!!!!   জয় মা! ছোটবৌ, এবার আদা  দিয়ে চা খাওয়াও। ..............














No comments:

Post a Comment