Monday 2 November 2020

Grump-পাঁচালি


pc: TheGuardian.com

{ পাঠকের কাছে অনুরোধ দুলে দুলে পড়ুন }

হেমন্তের মৃদু হাওয়া নির্মল আকাশ |
ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস ।|
পদ্মে বসে চিন্তিত মুখ লক্ষীনারায়ণ,
মর্তের চিন্তায় তাঁদের হোল ভ্রুকুঞ্চন| ।।
নারায়ণ কন, প্রিয়ে দেখে লাগে ভয়,
এতো বড় দেশে কাল না জানি কি হয়।।
মর্তে বসে নরনারী গোনে প্রতিক্ষণ,
কি হইবে ভাবিয়া ভয়ে হয় শিহরণ ।।
শুনিয়া মা লক্ষী বাড়াইলেন পাখা,
"উপোষ করিয়া কাল খাবো সাবু মাখা"

হেনকালে বীণা হস্তে নারদ মুনিবর ,
আসিলেন লইয়া সাথে মর্তের খবর||
কহিলেন প্রভু মর্তের কি করিবো বর্ণন 
কোভিডের নৃত্য, সাথে US নির্বাচন!
রিপাবলিক ডেমোক্র্যাট করে চুলোচুলি 
জনগণ মাতিয়া তাতে সবকিছু ভুলি !
প্রভু, ছোট মুখে বড় কথা বলিতেই হয়,
হেরিলাম মানব এক বদ অতিশয় ।।
কি করিয়া সৃষ্টি এমন করিলেন এক পিস্ 
ফর্মুলা ভুল নাকি গণনাতে মিস?
কমলা মুখের রং, বাহারিয়া কেশ,
তিলে তিলে অকপটে ভাঙিতেছে দেশ .
সন্দেহ, দ্বেষ আর শুধু বিভাজন,
দেওয়াল গড়িয়া ভাগ করে জনগণ।
টুইটিয়া টুইটিয়া কত মিথ্যের ঝুড়ি 
অবান্তর কথায় দেখি নাই তার জুড়ি। ...
এহেন মানবেরে বসায়ে সিংহাসনে 
আপনারা দেবদেবী শান্ত কেমনে?
প্রভু এরে দয়া করে দিন নির্বাসন,
ভক্তেরা ক্ষির দিয়া করিবে পূজন। .

নারায়ণ মৃদু হেসে বলিলেন, মুনিবর, 
আতঙ্কে আছি, ভক্তরা খুঁড়িছে কবর।।  
আমাদের BP বাড়ে, দেখি কান্ডখানা, 
যমেও অরুচি বলে করিল যে মানা ।।
অতঃপর শেষ চেষ্টায় দেবদেবীগন,
রাত জেগে পাঁচালি আজ (আমরাও) পড়িব খন............... 
.........কাল কুছ ভি হো সকতা হ্যায়। ....

No comments:

Post a Comment