Saturday 7 November 2020

কুমড়োপটাশের হিজিবিজি প্রতিক্রিয়া

কুমড়োপটাসের কি রিঅ্যাকশন হবে কেউ জানে না। .
তবে তৈরী থাকা ভালো ।



pc :FriendlyStock.com


(যদি) কুমড়োপটাশ রাগে 
খবরদার এসোনা কাছে, মাথার পোকা জাগে,
চাইবে নাকো ডাইনে বাঁয়ে, চাইবে নাকো আগে, 
বলবে কত বাজে কথা ভেবেই যে ভয় লাগে !

(যদি) কুমড়োপটাশ কাঁদে 
চোখের জল মিথ্যে কেবল, পোড়োনা তার ফাঁদে, 
হাত পা ছুঁড়ে আকাশ বাতাস ভরবে আর্তনাদে  
"দেশ ছেড়ে গিন্নি নিয়ে চলেই যাবো চাঁদে"!

(যদি) কুমড়োপটাশ হাসে 
বুঝবে আঘাত জোর লেগেছে ঠিক হৃদয়ের পাশে,
ধ্যান করবে উপোষ করে অগ্র-হায়ণ মাসে,  
তাতে যদি ভক্ত কিছু আবার ফিরে আসে !

(যদি) কুমড়োপটাশ ডাকে 
তাকিয়োনা সেদিক পানে, বুদ্ধি যদি থাকে। 
মুখোশ পরে ভয় দেখিয়ে ভোলাবে আর কাকে?
ভোট দিয়েছো সঠিক তুমি মাস্ক পরে নাকে !

(যদি) কুমড়োপটাশ ছোটে 
হেরে গিয়ে উল্টো পানে বোমার মতন ফোটে,
আদর করে খেওনা চুমু কমলা গালে ঠোঁটে,
গত চার বছরে কি করেছে ভুলে যেওনা মোটে!

তুচ্ছ ভেবে এসব কথা যদি করেছো অবহেলা,
কুমড়োপটাশ আসবে ফিরে, বুঝবে তখন ঠেলা!
দুলে দুলে পাঁচালিতেও পাবে না তখন পার,
হিজিবিজি তাই সচেতন করছে  বারংবার !



#কবি ক্ষমা কোরো 

No comments:

Post a Comment