Friday 13 November 2020

ভূত কয় প্রকার

pc:whatsapppc:Whatsapp


আসে পাশে তাকিয়ে দেখি ভূত ঘুরছে কত, 
ভাবভঙ্গি যেন ঠিক জ্যান্ত লোকের মতো !
ভূতের নানা প্রকার যদি একটু রাখো জেনে,
হুবুহু চিনে নেবে সব ব্যাকরণ মেনে !
হিজিবিজি ভেবে যদি করেছো অবহেলা,
চতুর্দশীর রাতে দেখবে ভুতুড়ে সব খেলা!


গেছো ভূত গাছের ওপর দিব্য থাকে বসে,
চাঁদের সাথে সেলফি নিতে লাফায় তক্তাপোশে !
মেছো ভূতের আজও ভালো লাগে মাছের মুড়ো,
তার বিশ্বাস চিংড়ি নাকি ইলিশ মাছের খুড়ো!
চোখ পিটপিট হুমদোভূতের কানাভুলো নাম.
মিষ্টি কচি মুন্ডু ভেবে খায় সে কালোজাম  !
মামদোভূতের দশটা আঙ্গুল একএকটা হাতে 
খুশি মনে ভাত মেখে দেয় অন্য সবার পাতে !
স্কন্ধকাটা ভূতের মাথা নেই তাও সে খাটায় ,
লোককে বলে বুদ্ধি থাকে নাকি বুকের পাটায়|
 

ভেংচিকাটা মুখে হাসে সুন্দরী শাঁকচুন্নি,
বাউল গানে ডিস্কো নাচে, বদনাম হয় মুন্নি।..
ডাইনি বুড়ি রাতদুপুরে কলপ লাগায় চুলে, 
দাঁত দুপাটি কিলিপ ভেবে খোঁপায় রাখে তুলে !
ঘেঁটোভূত আর পেটোভূত, তারা ভূত-তুতো ভাই, 
দুজন মিলে একই সাথে জাপ্টে ধরে তাই!
দশাসই ভূত সরল সোজা আছেন ব্রহ্মদত্তি, 
সাঁড়াশি দিয়ে ঘাড় মটকান রাগ নেই এক রত্তি!


এছাড়া আছে,
সাদা ভূত, কালো ভূত, বেঁটে ভূত, মোটা ভূত 
যা চাইবে তাই, 
আসে পাশের ভূত চিনে নাও, ভয় পেও না ভাই। .....


                                                                                                             

 

No comments:

Post a Comment