![]() |
pc: indiatoday |
রাজা কয় রাজারে
আহা মরি বাহারে ,
দেশখানা অপরূপ,
খাসা বলে যাহারে!
রাজা কয় রাজারে,
বলি আর কাহারে?
সম্পদ ভরা আছে
নদী বন পাহাড়ে !
রাজা কয় রাজারে
লাগে বাজে, আহারে
না বুঝে প্রজা কেন
ধ্বংসায় তাহারে!
রাজা কয় রাজারে
আয় বসি আহারে,
সামোসাতে ব্রকোলি
শুনে ওম সাহারে !
রাজা কয় রাজারে
তাজ দেখে ভায়ারে
গিন্নির প্রেমে ডুবি
নাই কোনো ভাষারে !
রাজা কয় রাজারে
fake news বাজারে,
আমি নাকি টুইট করি
বোকা এলোপাথারে!
রাজা কয় রাজারে
fake কহি কাহারে
টুইট তোর মাঝ রাতে
পড়ে হাসি হাহারে !
No comments:
Post a Comment