আনন্দে মাতোয়ারা,
জিতেছে ভারত, উল্লাসে আজ,
উঠলো মেতে পাড়া!
ছক্কা চার! পগার পার!
পিটিয়ে ছাতু বলের হালত,
করলো এমন পূজারা,
এক পলকে বদলে দিলো
ইতিহাসের ধারা !
ছক্কা চার! পগার পার!
![]() |
pc: NDTV |
নাচে সারা দেশ,
জিতের মুকুট মাথায় নিয়ে
লাগছে মোদের বেশ!
ছক্কা চার! পগার পার!
ক্রিকেট পুজো সবার সেরা,
ভোলায় ব্যথা সকল,
Pollution আর Election এর
যাচ্ছে বড়ই ধকল!
ভুলে মন্দির, ভুলে ভাঙা ব্রিজ
ভুলে বনধের জ্বালা,
স্ক্যামের বাজার ভুলে কিছুক্ষণ
গর্ব করার পালা !
ক্রিকেট ফিভার চললে পরে
শান্তি থাকে দেশে,
দেশের সবাই "এক" হয়ে যায়
ক্রিকেট ভালোবেসে!
ছক্কা চার! পগার পার!
সাবধানবাণী :
ব্যাট হাতে জনতা যদি একবার মাঠে নামে,
পিটিয়ে ছাতু করবে তখন সবারে ডাইনে বামে,
দেশটাকে "বনধ" করার, নেই কারো অধিকার,
ঘোর "কোহলির" সন্ধ্যা আজ, করছি হুঁশিয়ার !
এখনো আছে সময়, তাই বলছি বারংবার,
লক্ষ কোটি মাঠে নেমে আজ ..........
"ছক্কা চার! পগার পার!"
Title credits: Joydeep Mukherjee
No comments:
Post a Comment