Saturday 5 May 2018

M&M:মিটিং ও ম্যানেজার!


Dilbert ভায়া কি আর এমনি এমনি পপুলার?
;-)



টিম মিটিং এ বোঝাই দেখি আমার ক্যালেন্ডার,
জীবনখানা বিষিয়ে দিলে, মিটিং ও ম্যানেজার!

চলবে মিটিং এক ঘন্টা, কুঁচকে কপাল ভুরু,
চশমা এঁটে, ব্যাজার মুখে, মিটিং হলো  শুরু !

মুখের ভূগোল এমন কঠিন, লক্ষী মায়ের প্যাঁচা,
রামগরুড়ের মাসতুতো ভাই, এমনি ব্যাটা খেঁচা!

এদিকে ওদিক তাকিয়ে ভাবি, এ কি শুধুই আমি?
কাজের নামে কেবল মিটিং, রাজ্যের ভণ্ডামি?

দিবারাত্র মিটিং মিটিং, করবো কখন কাজ?
পান থেকে চুন খসলে পরে মাথায় তেনার বাজ!

ভালো করে চেয়ে দেখি, সবার একই দশা,
কফির কাপে মুখ লুকিয়ে , চুপটি করে বসা!

মাথা নিচু, কেউ বা দেখি ঢুলছে আপন মনে,
চশমা চোখে বিজ্ঞ ভাবে বসে ঘরের কোনে !

কেউবা দেখি শিল্পী মানুষ আঁকছে পাহাড় নদী,
এইভাবেই খানিক সময় কাটানো যায় যদি !

কেউ খেলছে নিজের সাথেই খাতায় কাটাকুটি,
কেউ আঁকছে বস বাবাজির মাথায় রঙিন ঝুঁটি!

আলপনাতে কেউবা ভরায় বসে মিটিং খাতা,
কেউবা নোটস নিতেই থাকে, পাতার পর পাতা !

হঠাৎ দেখি কেউবা যেন উঠলো নড়ে জেগে,
নিজের কাজের ঢাক পেটালো, প্রবল ঝড়ের বেগে!

কেউবা তাতে করলো চ্যালেঞ্জ, চড়িয়ে উঁচু গলা,
দশটা কথা বললো বেকার, যা দু-শব্দে যায় বলা!

মিষ্টি হেসে বসের মাথায় ঢাললো বা কেউ তেল,
পিঠচাপড়ে, ল্যাংড়া বলে দিলো বেচে বেল!

কেউ তাকায় ঘড়ির দিকে সেকেন্ডে দশ বার,
করলে এমন ঘড়ির কাঁটা ছুটবে আশা তার!

কেউবা বসে লিখছে ছড়া , গেলই ভারী বয়ে,
ছন্দ যখন আসে, সে কি আসে বলে কয়ে?

মুখে চোখে তবু সবার ভাবখানা রাশভারী,
সমস্যা World  Hunger, যেন হচ্ছে মিটিং তারই !

যতই করি ছন্দ ছড়া, মিটিং নিয়ে মজা,
মাসের শুরু মাইনে হাতে, এক্কেবারে রাজা!,

বরং কুঁচকে ভুরু মনোযোগের করি অভিনয়,
পেটের দায়ে জোরসে বলি, M & M এর জয়!




cartooncourtsey: focusadventure.in


No comments:

Post a Comment