Thursday 25 October 2018

ট্রাম অফিস


আজ বেশ কিছুদিন হলো ট্রামে করে অফিস যাতায়াত করছি। আসলে অফিস মুভ হয়েছে, শহরের মাঝখানে। খুব ট্রাফিক জ্যাম হয়, সেখানে গাড়ি চালিয়ে যেতে ইচ্ছে করেনা।
তাই ভাবলাম ট্রাম ট্রাই করে দেখি।

প্রথম দিকে একটু অসুবিধে লাগছিলো ঠিকই, কারণ সবই অভ্যেসের ব্যাপার কিনা।
নিজে গাড়িতে গেলে সব কিছু যেন আমার কন্ট্রোলে। (which is not entirely true, but still.....)
প্রথম  দিকে একটু অধৈর্য লাগতো। স্টপে দাঁড়িয়ে থাকা, মিনিটে মিনিটে ঘড়ি দেখা। 
সব থেকে রাগ লাগতো যখন কিছু সেকেন্ডের জন্য ট্রাম মিস হয়ে যেত। 
মুখের সামনে দিয়ে হুশ .....

ধীরে ধীরে অভ্যেস হতে লাগলো।বাড়ি থেকে অফিস ৫৫ মিনিট। ৫ মিনিট হাঁটা বাদ দিলে ট্রামে ৫০ মিনিট।
সেই ৫০ মিনিটে অনেক রকম কাজ সারতে শুরু করলাম। বই পড়া, হিজিবিজি লেখা। তারপর লোকজন দেখতে শুরু করলাম। কোথা দিয়ে যে ৫০ মিনিট কেটে যায় আজকাল।
আসে পাশের লোকজনদের মুখ চেনা হয়ে উঠলো। প্রত্যেকটি চরিত্র ইউনিক। সকালে স্কুল কলেজ অফিস যাবার expression প্রত্যেকের আলাদা।
মনে মনে কত গল্প ফাঁদতে শুরু করলাম। সে না হয় আরেকদিন বলবো গুছিয়ে ।

আজকের গল্প "ট্রামে করে অফিস" নিয়ে  নয় ।আজকের গল্প "ট্রাম অফিস" নিয়ে।
কল্লোলের ট্রাম অফিস। 
[নেদারল্যান্ডস এ আমাদের বাঙালি ক্লাব কল্লোল]

দুর্গাপুজোর বেশ কিছু মাস আগের থেকেই শুরু হয়ে গেলো কল্লোলের প্রস্তুতি । 
অনেক কাজ। দেশের বাইরে, নিজেদের রোজকার জীবন, কাজ, সংসার ...সব সামলে চারদিন ধরে পুজো করা চাট্টিখানি কথা নয়। শুধু তো মন্ত্র পড়ে পুজো করলে চলবে না । 
বাঙালির পুজোতে আনন্দের ফুল প্যাকেজ চাই । ১০০ এ ১০০!
দেবদেবীর পুজো, including হোম যজ্ঞ অঞ্জলি সন্ধিপুজো যেমন চাই, আবার সাথে চাই পেটপুজোর এলাহি আয়োজন। তাতে ভোগ লাবড়া থেকে ফিস ফ্রাই, কিছু যেন বাদ না পরে।
(কে বুঝি এবার কাসুন্দির ও খোঁজ করেছিলেন)
তারপর চাই কালচার। নাচে গানে ভরপুর প্রোগ্রাম চাই রোজ। তাতে একটা নৃত্যনাট্য চাই, অষ্টমীতে বাংলা নাটক চাই, আবার জীবনমুখী গান ও চাই।
এছাড়া চাই আনন্দমেলা, দেবী বরণ , সিঁদুর খেলা, পুজোসংখ্যার ম্যাগাজিন। ...সব সব ।
দুর্গাপুজো includes everything, all equally important!

দুর্গাপুজোর জাঁকজমক সত্যি অন্য রকম । সে যে দেশেই থাকি না কেন ।
প্রত্যেকটি মুহূর্তের সাথে আমাদের ছোটবেলা জড়িত। প্রত্যেকটি চাহিদার সাথে কিছু স্মৃতি যা ভুলে যাওয়া সম্ভব নয়। প্রত্যেকটি আলোচনায় একটা নিজের দেশের অনুভূতি।
আর তাই বোধহয়, সবাই এত পরিশ্রম করে আমরা বিদেশের মাটিতে এমনি ভাবে পুজো করতে পারি।কোথায় যেন ভক্তি, ভালোবাসা, স্মৃতি, ছোটবেলা, পরিবার, খাওয়াদাওয়া মিলে মিশে একাকার হয়ে যায়। 
ফাইনাল অনুভূতিটা বড্ড আনন্দের!

যাগ্গে যেটা বলছিলাম। ট্রাম অফিস ।
এই পুজোর প্রস্তুতির একটা অন্যতম অঙ্গ হয়ে উঠলো ট্রাম নং ১৭। 
সকাল ৮ থেকে ৮:৫০ আর বিকেল ৫:৩০ থেকে ৬:২০ ট্রাম নং ১৭ হয়ে উঠলো পুজোর অফিস। 

টিম দারুন ব্যস্ত।

"The next stop is Laan Copes van Cattenburch. Do not forget to use your OV chipcard after your stop has been announced......."

"হ্যালো "
"হ্যালো।  হ্যাঁ, ট্রাম থেকে বলছি ........"

"শোনো, মিষ্টির অর্ডার আজকে ফাইনাল করতেই হবে । নবমী রাতে রসমালাই নাকি গুলাবজামুন?"
প্রায় সাড়ে সাত মিনিট রসমালাই Vs গুলাবজামুনের pros/cons ডিসকাস করে তবে নিশ্চিন্ত বাঙালি । রসমালাই definitely !

" আচ্ছা, ইন্ডিয়া থেকে কেউ আসছে? একটা গেরুয়া ধুতি আর ফতুয়া চাই অষ্টমীর নাটকের সাধুর রোলের জন্য"
প্রায় সোয়া এগারো  মিনিট আলোচনার পর ধুতি ফতুয়ার ব্যবস্থা করে তবে নিশ্চিন্ত বাঙালি।

" ম্যাগাজিন software টা download করেছি, version 1.0 pdf করে পাঠালাম, একটু চেক করে ফিডব্যাক চাই, meanwhile whatsapp এ প্রিন্টার নিয়ে কথা বলছি  "
পৌনে নয় মিনিট আলোচনা।  আমাদের লোকাল পুজোসংখ্যা আলোচনা করে নিশ্চিন্ত বাঙালি ।

" চটপট বলো ।  কমিটি মিটিং এর জন্য সিঙ্গারা ৫০ টা  অর্ডার করবো নাকি ৬০? "
পাক্কা ষোলো  মিনিট হেড কাউন্ট করা হলো। যদিও গুনে ৪৫ হচ্ছে তবুও ৬০ টাই অর্ডার করা উচিত, যেন কম না পড়ে । খাওয়াদাওয়ার ব্যাপারে বাঙালি কোনো রিস্ক নিতে রাজি নয় ।

তারই মাঝে  .......
"মা, আমার স্পোর্টসএর মোজা কোথায়? খুঁজে পাচ্ছিনা "
"আমার অফিস থেকে ফিরতে একটু দেরি হবে, আজকে ডিনার কি?'

"হ্যালো "
"হ্যালো।  হ্যাঁ, ট্রাম থেকে বলছি ........"

"সেকি আনন্দমেলায় ভেজিটেবিল চপ থাকবে না ? কাবাব চাট সামোসা থাকছে....."

"শোনোনা, সপ্তমী প্রোগ্রামের জন্য একটা কাঁথা স্টিচ ওড়না লাগবে"

"All flowers have been ordered. Should I ask them to deliver at 8:00?"

"ধোকার ডালনা অত সোজা না, রেসিপি পাঠিয়েছি কিন্তু আমাদের ফুড টেস্টিং এর ব্যবস্থা করতে হবে"

"স্পন্সরশিপের টাকা এসে গেছে, ইনভয়েস পাঠিয়ে দিলুম"

"Online registration বলছে ৩৫০ অষ্টমীতে !  ১০% বাফার রাখছি তাহলে.."

"তুই sure  ৫ টা ধুনুচি আছে আমাদের স্টোরে ? দশকর্মার জিনিস তো অবশ্য আসছেই "

" বলছি কি, সপ্তমী ভোগ এর জন্য এখনো কাউকে পাইনি  ........"

"পুরোহিত মশাইয়ের হোটেল বুক করে দিয়েছি, date তা একটু চেক করে নিও "

"নানা, হলটা পঞ্চমীর দিনেও বুক করে দিতে হবে..logistics ডিসকাস হয়নি আগের দিন "

"আচ্ছা রিহার্সাল এ কি বিরিয়ানির  ব্যবস্থা হবে নাকি বাটার চিকেন?"

"Facebook এ countdown এ আজকে মেনু লাগাও, কবে যেন চিংড়ি মাছের মালাইকারি?"
........
.......
.......

"The next stop is Parijsplein. Do not forget to use your OV chipcard after your stop has been announced......."

পুজো শেষ।
আজকে ট্রাম অফিস শান্ত। ফোন বাজছে না ।

আমার পাশের ডাচ ভদ্রলোক (মুখ চেনা হয়ে গেছে) বার বার আমার দিকে তাকাচ্ছেন ।
এই বুঝি জিজ্ঞেস করেই ফেলবেন ...
"দূর্গা পুজো শেষ?'

ps: All characters appearing in this work are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.
;-)

No comments:

Post a Comment