Tuesday 20 June 2017

ঘোর "কোহলির" সন্ধে -২



কেউ চেনে না তাদের যারা গোল মারলো সাত,
বাজিয়ে তালি বললো না কেউ "ইয়ে হুই না বাত" !

খেলছে এরাও নীল জার্সিতে, টিম India নাম,
লক্ষ কোটি ভারতবাসী দিচ্ছি কি তার দাম?

সমস্ত দেশ উন্মাদ হয় ক্রিকেট প্রেমের ঠেলায়,
বাকিরা সব খরচ খাতায়, উদাসীন অবহেলায় !

তাই বুঝি আজ ক্রিকেট হেরে ভারত মানায় শোক,
জিতলো হকি বোম তুবড়ি ফাটালো নাতো লোক!

ঘোর "কোহলির" সন্ধে যখন আসলো মাঠে নেমে,
মানপ্রীতের দৌড় কিন্তু যায়নি তখনও থেমে !

ক্রিকেট মাঠের বজ্রপাতে চারিদিকে ঘ্যানঘ্যান ,
হটাৎ দেখি ফেসবুকেতে  গজালো হকির ফ্যান !

হার জিত তো লেগেই থাকে, এ কথা সবার জানা,
TV ভেঙে প্রতিবাদ কিসের ,কেন এ উন্মাদনা ?

জিতলে তাদের মাথায় চড়াই, হারলে জুতোর মালা,
অন্য কেউ জিতলে পরে কিসের গাত্রজ্বালা?

খেলছে ভালো যেই দল, গাও তার গুণগীতি,
খেলার মাঠে কেবল খেলো, কোরোনা রাজনীতি !!

লক্ষ্য কোটি ফ্যান, আমাদের উৎসাহ দেওয়া কাজ,
কোনোদিন বা জিতবে কোহলি,কোনোদিন সরফরাজ !

লক্ষ কোটি মানুষ কেবল ক্রিকেট ভালো না বেসে,
ভাবো অন্যখেলায় স্বর্ণপদক আনবে কি করে দেশে!

দুইখান প্রশ্ন আছে:

১. পারিনা কেন উদার হাতে দিতে বিজয়ীকে পুরস্কার?
     হার থেকে কিছু না শিখলে সেটাই আসল হার !!

২. পারিনা কেন হকিকে দিতে জাতীয় খেলার সম্মান?
     দেশের মাথা গর্বে উঁচু , চেষ্টা তাদের আপ্রাণ !!



ps : ঘোর "কোহলির" সন্ধে - ১ লিখেছিলাম গত বছর.....
title credits : Jaideep Mukherjee 

No comments:

Post a Comment