Friday 25 November 2016

হুঁশিয়ার ......নেহাতই রূপকথা


রাজা বসেছেন সিংহাসনে,
সাথে মন্ত্রী সেনাপতি,
ফয়সালা আজ করতে হবে  
হচ্ছে লাভ না ক্ষতি!
কোষাগারে সোনার মোহর  
কে করছে ভ্যানিশ ,
হাতে নাতে ধরলে তাকে 
রাজ্য থেকে banish !
রেগে রাজা দিলেন হুকুম 
ধরবো আমি চোর,
মোহর ফিরবে রাজকোষে আজ,
রাত হবে না ভোর!

শুনে কাঁপে উজির বেটা 
মাথায় পরে বাজ, 
ঘাম ছুটে যায় ভেবে ভেবে 
শেষ হলো রাম রাজ্ !
সিন্দুকে তার মোহর ভরা,
মাটির নিচে পোঁতা,
এমনি ভাবে পড়লে ধরা 
নাক যে হবে ভোঁতা!

দুয়োরানি হিংসুটি খুব  
সব কাজে দেয় বাধা,
ভীষণ বকেন রক্ষী ডেকে 
খবর পাসনি গাধা?
গলার জোরে তবুও আমি 
করবো কুপোকাত,
মা সারদা সাথে আছেন,
ঠিক জুটবে ভাত!

রাজপুরোহিত নামের জোরে 
নাড়িয়ে বড় টিকি,
বছর বছর জমিয়েছে ধন 
খরচ হয়নি  সিকি!
নামখানা তার রুপোর চামচ 
আজ ঝুলেছে শূলে,
পান থেকে চুন খসলে পরে 
মা দেয়  কান মুলে! 

দুয়োরানি উজির মিলে 
গড়লো  নতুন দল,
রাজপুরোহিত হাতে দিলেন
মন্ত্র ভরা ফল !
সকালবেলা উপোষ করে,
এক কামড়ে শেষ, 
রাজা মরবে ছটফটিয়ে 
বন্ধ মোহর-কেস !
জল্লাদ বেটা ঘাপটি মেরে 
শুনছিলো সব কথা,
'আমিও প্রজা' এই না বলে 
ঠুকলো ওদের মাথা!

বললো ,

"প্রজাদের আজ হয়রানি খুব,  
তবুও আশার আলো ,
কিছু না কিছু বদলাবে ঠিক 
আসছে যে দিন ভালো !
আর যাই হোক রাজ্য জুড়ে 
সাজ সাজ এক রব,
কি জানি এক কিসের আশায় 
এক হয়েছে সব !
প্রজার শোকে প্রজাই কাতর 
এই তো দেখতে চাই,
হাতেহাত ধরে একে অপরের 
সম্বল হও  ভাই !!
আজকের রাজা, কাল থাকবেনা 
থাকব তুমি আমি,
ভেদাভেদ ভুলে শুধু ভালোবাসো 
জীবন একটাই দামি !"












No comments:

Post a Comment