Tuesday 7 July 2015

দাম্পত্য কলহ ৮:আমিও ভালো তুমিও ভালো



On Whatsapp/FB someone wrote: 
[I do not know the source, but giving due credit]
FB /Whatsapp  এ দেখে বসে থাকা গেল না....লিখেই ফেললাম উত্তর।.
Source তা জানা নেই.....But with all due credit ..যিনি প্রথম পার্টটা  লিখেছেন , তাকে।খুব সুন্দর হয়েছে ।


"দন্দ্বে দাপটে, খ্যাংরা-ঝাপটে জীবন বিষালে তুমি
জিহ্বার শিলে এ হৃদয় লয়ে মশলা পিষালে তুমি
শুনগো শালার ভগিনী আমার, শুন শ্বশুরের বেটি
আমি টেঁসে গেলে রবে কি হেঁসেলI চিতল মাছের পেটি?
উচ্ছে যেমন সুক্তোর বুকে তেমনি আমাতে তুমি
জীবনে আমার সেরা ব্লান্ডার তুমি শুধু তুমি।"

I [Dayeeta Roy] wrote back:

এত দন্দ , এত দাপট, এতই যদি বিষ,
আহাগো কর্তা, জীবন যদি এতই নিরামিষ,
বাপের বাড়ি আমি গেলে তবে কেন হয় দুর্দশা,
মনে পড়ে যায় চিতল মাছ নাকি মাংশ কষা?
শোনো দেওরের ভ্রাতা আমার, শোনো শাউরির ছানা,
আমাকে ছাড়া অকুল সাগরে পড়বে আছে যে জানা !
আমি টেঁসে গেলে চিতল কেন, জুটবে না আর ভাত,
আমি বিনা তুমি, হে প্রাণনাথ, একেবারে কুপোকাত ! 
তোমার শুক্তে জেনে রেখো প্রিয়, আমি হলাম ঘি,
জীবন তোমার সুগন্ধে এই আমিই ভরিয়েছি!!



Photo:www.pinterest.com


No comments:

Post a Comment