Sunday, 12 July 2015

স্মৃতির ফ্রেমে :বর্ষা এলো


















বর্ষাকালের প্রথম ছিঁটেয় মনটা উড়ু উড়ু
আকাশ জুড়ে মেঘের মাদল বাজছে গুরু গুরু !
কালো মেঘের দল যখন আকাশ ভারী করে,
গোমড়া মুখে গাল ফুলিয়ে তাকায় আমার পরে,
স্মৃতির টানে মন চলে যায় বহু বছর আগে,
হারিয়ে যাওয়া গল্প কত আবার মনে জাগে !

বৃষ্টি ভেজা সকালবেলা "rainy day"র আশা,
স্কুল বুঝি আজ ছুটি হবে, ভাবতে লাগে খাসা!
সে গুড়ে বালি,যেতেই হবে, স্কুল হবে না কামাই,
মা তাকায় কটমটিয়ে, নেই যে উপায় তাই !!
রেনকোটটা নতুন, গায়ে হাজার গোলাপ বুটি,
গাল ফুলিয়ে স্কুলের দিকে এগোই গুটি গুটি !!

ভিজে ভিজে এলো সবাই শুরু হলো ক্লাস ,
জানলা দিয়ে বাইরে দেখি, মন হয় উদাস।
হুমায়ুন নাকি বাবর, টিচার কিযে সব বলে, 
বাইরে দেখি চড়ুইখানা ভিজছে কেমন জলে !
স্কুল শেষের ঘন্টা বাজে, ফুটল মুখে হাসি ,
বাড়ি যাবার পথে আমি ভিজতে ভালবাসি !

রেনকোটটা ব্যাগের ভেতর ঢুকলো হয়ে ভাঁজ ,
ভিজব যদি আমি তবে ওটার কি আর কাজ?
বাড়ি ঢুকেই এমন জোরে পড়ল কখান হাঁচি
ভাগ্গিস মা রান্নাঘরে, না শুনতে পেলে বাঁচি !!
এমনিতেই মেজাজ গরম, কাপড় যেসব ভিজে, 
ঘরের ভেতর ঝুলছে তারা, স্যাঁতস্যাঁতে ভাব কিযে! 
বিকেলবেলা বৃষ্টি এলো এমন মুশল ধারে ,
খেলাধুলো উঠলো মাথায়, বসে সিড়ির পাড়ে,
পুরনো খাতার পাতা ছিঁড়ে নৌকো হলো গড়া
চলল সেটা দুলকি চালে ঘুড়তে পাশের পাড়া !
তারপর উঠলো জমে লুডো সন্ধেবেলা ,
বাবা কেবল গুটি সরায়, একি আজব খেলা !
ভাই রেগে খেলবে না আর, গুটি দিল সব ঘেঁটে 
গুড়গুড়িয়ে খিদের আগুন উঠলো জ্বলে পেটে !!

মা বানালো খিচুড়ি আর সাথে ডিমের ভাজা,
পাশে ইলিশ কড়া করে, সে যে মাছের রাজা!
ঝুপ করে তারই মাঝে লোডশেডিং-এর পালা 
বাদলা পোকা ধরল ঘিরে ওরে একি জালা !
টাপুর টুপুর বৃষ্টি পড়ে চোখ বুজে শুধু শুনি
বিদ্যুত আর বাজের মাঝে কতো সেকেন্ড গুনি !
জড়িয়ে আসে চোখ, মনের ভেতর আশা ,
কাল আবার 'rainy day', ভাবতে লাগে খাসা !





Photo courtsey:http://www.manillenials.com












Tuesday, 7 July 2015

দাম্পত্য কলহ ৮:আমিও ভালো তুমিও ভালো



On Whatsapp/FB someone wrote: 
[I do not know the source, but giving due credit]
FB /Whatsapp  এ দেখে বসে থাকা গেল না....লিখেই ফেললাম উত্তর।.
Source তা জানা নেই.....But with all due credit ..যিনি প্রথম পার্টটা  লিখেছেন , তাকে।খুব সুন্দর হয়েছে ।


"দন্দ্বে দাপটে, খ্যাংরা-ঝাপটে জীবন বিষালে তুমি
জিহ্বার শিলে এ হৃদয় লয়ে মশলা পিষালে তুমি
শুনগো শালার ভগিনী আমার, শুন শ্বশুরের বেটি
আমি টেঁসে গেলে রবে কি হেঁসেলI চিতল মাছের পেটি?
উচ্ছে যেমন সুক্তোর বুকে তেমনি আমাতে তুমি
জীবনে আমার সেরা ব্লান্ডার তুমি শুধু তুমি।"

I [Dayeeta Roy] wrote back:

এত দন্দ , এত দাপট, এতই যদি বিষ,
আহাগো কর্তা, জীবন যদি এতই নিরামিষ,
বাপের বাড়ি আমি গেলে তবে কেন হয় দুর্দশা,
মনে পড়ে যায় চিতল মাছ নাকি মাংশ কষা?
শোনো দেওরের ভ্রাতা আমার, শোনো শাউরির ছানা,
আমাকে ছাড়া অকুল সাগরে পড়বে আছে যে জানা !
আমি টেঁসে গেলে চিতল কেন, জুটবে না আর ভাত,
আমি বিনা তুমি, হে প্রাণনাথ, একেবারে কুপোকাত ! 
তোমার শুক্তে জেনে রেখো প্রিয়, আমি হলাম ঘি,
জীবন তোমার সুগন্ধে এই আমিই ভরিয়েছি!!



Photo:www.pinterest.com