Risking Coronavirus Amid Lockdown, Kolkata Rushes To Sweet Shops
https://www.ndtv.com/kolkata-news/risking-coronavirus-amid-lockdown-kolkata-rushes-to-sweet-shops-2203893![]() |
pc: ndtv |
[কবি ক্ষমা করবেন]
হুঁকোমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা,
মুখে তার হাসি নাই দেখেছো?
নাই তার মানে কি? কেউ তাহা জানে কি?
সামনে কি সন্দেশ রেখেছো?
কোথা পাবে দানাদার, এ কেমন অনাহার
মিষ্টির অভাবে যে দিশেহারা ,
তাই বুঝি একা সে, মুখখানা ফ্যাকাশে,
বসে কাঁদে হুঁকোমুখো বেচারা !
নলেনের পায়েসে, চোখ বুজে আয়েসে,
ক্ষীর-কদমে যার ফুর্তি,
জীবন জিলিপি বিনা, লেডিকেনি পাবে কিনা,
ভেবে তার কাচুমাচু মূর্তি ।
পান্তুয়া দুইখানা, এক মুঠো মিহিদানা
লবঙ্গলতিকা দ্যাখে স্বপনে,
একুশটা গোটা দিন, এমনই মিষ্টিহীন
হুঁকোমুখো একা কাঁদে গোপনে ।
চমচম সুস্বাদু , মুখেতে মেলায় জাদু
হৃদয়ে জাগায় সে আলোড়ন,
কালোজাম বোঁদে ওই, ভাঁড়েতে মিষ্টি দই
বাঙালি মিষ্টি-প্রেমে আমরণ !
ভালোলাগে খেতে অতি, নাই আজ কোন গতি
দোকান যে আজ সব বন্ধ,
মিষ্টির শোকে হায়, বাঙালি মৃতপ্রায়,
জীবন যে হারায়েছে ছন্দ!
হুঁকোমুখো হেঁকে কয়, কারুকে করিনা ভয়,
শুধু শুধু করিসনে হল্লা,
কোরোনা-ফোরোনা সব, দেশ জুড়ে অতিরব
শান্তিতে খাবো রসগোল্লা!
হঠাৎ আকাশে আলো, দেখে হয় মন ভালো
দেখা দেন দেবী, হাতে কালাকাঁদ,
"কোরোনার ভয় রাখ,লকডাউন নিপাত যাক
এ নেহাতই শত্রূর পাতা ফাঁদ" !
এরপর তেলেভাজা, কিংবা ফুলুরি তাজা
হুঁকোমুখো জানালো যে আবেদন ,
দেবীর স্মিত হাসি, "তোদেরকে ভালোবাসি
দাঁড়া ব্যবস্থা করছিক্ষন" !!
বিবেক:
নাই বা খেলি মিষ্টি কদিন, কিসের হতো ক্ষতি ?
রক্তে ভরা সুগার তোদের, তাতেও এই দুর্মতি?
দুধের যদি এতই জোগাড়, হচ্ছে অপচয়,
খিদেয় যারা কাঁদছে তাদের খাইয়ে দিলেই হয়.........