![]() |
Photo credits: received on Whatsapp.Thanks. |
দুনিয়াটা চারিপাশে
দেখে হই ক্লান্ত!
ব্যবহারে ভূত ভাবি ,
ওমা, এ যে জ্যান্ত!
গেছো ভূত গাছে বসে
মজাসে দোলায় ঠ্যাং,
মেছো ভূত মুড়ো খায়,
ডিনারে তন্দুরি-ব্যাঙ!
পিটপিট করে চোখ
নাম নাকি কানাভুলো,
বলে এক, করে এক
সাথে কালো মোটা হুলো !
মামদোটা ভারী পাজি,
কুবুদ্ধি মাথা ভরা,
পেত্নীর চুল টেনে
লুকোয়, দেয়না ধরা!
রাক্ষস খোক্কস
করে শুধু মারামারি,
প্রকৃতির জল মাটি
তাই নিয়ে কাড়াকাড়ি!
তার নাকি নেই গলা,
তবু হাতে মাইক পেলে
বাজে কথা চাই বলা !
মহিলারা কম নয়,
আছে শাঁকচুন্নি,
চুলোচুলি বদনাম
ভূতেদের "মুন্নি"!!
ডাইনির ছেলেমেয়ে
হলোনা যোগ্য ভূত,
এই ভেবে সারাদিন
মন তার খুঁতখুঁত!
হাঁউমাঁউখাঁউ করি
ভয় নেই এক রত্তি?
ভূতজন্ম বৃথা মোর
ভাবে ব্রহ্মদত্তি!
ঘেঁটো ভূত, পেটো ভূত
কিম্ভুত কিমাকার,
#MeToo যতই লেখো
বয়ে গেলো ভারী তার!
সাদা ভূত কালো ভূত,
অদ্ভুত বিদঘুটে,
লোভী তারা একসাথে
খাচ্ছে যে লুটে পুটে !
বেঁটে ভূত, মোটা ভূত
আছে তারা ছড়িয়ে,
চারিদিকে কত ভূত
system জড়িয়ে !
দুনিয়াটা চারিপাশে
দেখে হই দিশেহারা,
এরা যদি ভূত নয় ,
তবে বলো এরা কারা ?
ভূতকে পেও না ভয়
বরং দাড়াও রুখে,
এরা সব আমি তুমি ,
ভূতের মুখোশ মুখে!