পাঠকেরা চাইছেন হিজিবিজি "ওয়ার্ল্ড কাপ " cover করুক!
তাই গড়গড়িয়ে ছড়া বেরোচ্ছে। ......
;-)
তবে.....
ব্রাজিল বাঁচিলো পাঁচালির জোরে, বাঙালিরা দিলদরিয়া,
![]() |
pc: ndtv.com |
পই পই করে বলেছিনু , হাতে দুই কান ধরিয়া,
মাঠে যদি নামোই তবে, নেমো পাঁচালি পড়িয়া!
"বিশ্বকাপ বহুবার জেতা, আছে আলমারি ভরিয়া,
পাঁচখান গোল এমনিই হবে, বিশেষ কিছু না করিয়া" !
বিশ্বজয়ীর ভাবখানা মাঠে, "কেয়ার করি থোড়িয়া",
কোথায় সে টিম, ভাবতো যারা "জি-জান দেবো লড়িয়া"!
এলো বল পায়ে, পারলোনা পায়েতে রাখিতে ধরিয়া,
অজস্র কিক এদিক ওদিক, অকারণে ঘাম ঝড়িয়া !
হায় রে কালী কি করালি, খেললো হয়ে সে মরিয়া,
বিশ্বজয়ী ছুটলো কেবল,গোল দিয়ে গেলো কোরিয়া !
ছোট্ট সে দেশ খেললো এমন, নিলো যে মন হরিয়া,
বিশ্বজয়ী হারালো খেতাব, গেলো লজ্জায় সরিয়া !
pc:whatsapp,thanks D |
দিলো মায়ের পায়ে নামগোত্রের ঠিক ফুলখানি চড়িয়া !