আমি নাকি মাঝে মাঝে
দুষ্টু ছেলে বড়,
আবার মাঝে
মাঝে মিষ্টি হাসি
লজ্জা জড়সড়|
কখনোবা রেগে আগুন
জেদে ছিঁড়ি চুল,
বসে
থাকি গোমড়া মুখো
যদিও জানি ভুল।
কখনোবা ফোয়ারা হাসির,
কারণ নেইকো জানা,
লুটোপুটি
খিলখিয়ে
আহ্লাদে আটখানা।
আহ্লাদে আটখানা।
কখনোবা ছিঁচকাঁদুনে
দুচোখ করি লাল,
কিংবা
ভীষণ অভিমানে
ফুলিয়ে থাকি গাল।
কখনো
বা উদাস চোখে
স্বপ্ন
বিভোর হই,
খাটের
তলায় লুকিয়ে বলি
বলোতো
আমি কই ?
কখনোবা
ভালো ছেলে
মায়ের
কোলে বসা,
কখনো
ছুটি দিশেহারা
পাগল
করা দশা !!
মা কে বলি ,"এত রূপের
কোনটা তোমার প্রিয়?"
মা বলে,
"বহুরুপি ছেলে আমার
সব রূপ-ই অতুলনীয় " !!!
সব রূপ-ই অতুলনীয় " !!!