![]() |
pc: quotemaster.org |
দমবন্ধ হচ্ছে দেশের, মাস্ক লাগছে মুখে,
নিঃশ্বাসে বিষ,তবু দেখো নেতা ঘুমোয় সুখে!
জগৎসুন্দরী মুকুট, আনছে দেশের মেয়ে,
প্লাটফর্মে কমলা ঘুমোয় আধপেটা জল খেয়ে!
যুবক পাগল পড়ার চাপে, কাটছে কারো গলা ,
হারায় শৈশব বইয়ের তলে, মিছে এসব বলা!
রানী বলে হায়রে কপাল,মরেও শান্তি নাই,
ইতিহাসের পাতায় বেশ তো ছিলাম ভাই।
পদ্মাবতী তোদের ঘরে, আঁচলে মুখ ঢাকা,
আমাকে নিয়ে ধর্ণা, তার বেলা সব ফাঁকা ?
আমার মান এতই প্রিয়,আমি তো ইতিহাস,
ভবিষতের পদ্মাবতী মায়ের পেটেই নাশ?
ভুলভাল লড়াই এ মেতে জীবন অপচয়,
ভোটপূজাটাই আসল? মানবিকতা নয়?
দিবিই যখন ধর্ণা তোরা, করবি অনশন,
ভেদাভেদ ঘুচিয়ে দেবার কর না তবে পণ!
ভাব না বরং কোন সমস্যার করবি প্রতিকার,
বুদ্ধি যখন আছে ঘটে, Choose your battles wisely yaar!!!