![]() |
pc: got this on whatsapp, credit to the artist |
হ্যাঁগো শুনছো,
ভাবছি আমি hairstyleটা করবো এবার বব ,
ভাবছি আমি hairstyleটা করবো এবার বব ,
বিনুনি, খোঁপা,পনিটেল, করে দেখলাম সব !
দারুন আইডিয়া,
তোমায় গিন্নি লাগবে দেখতে বেশ,
তোমায় গিন্নি লাগবে দেখতে বেশ,
যুগের উপযুক্ত মডার্ন নারী, বাহারি ছোট কেশ !
তবে যে বলো,
লম্বা চুলে জাগায় মনের আবেগ,
ঠিক যেন কবির মনের আষাঢ়ে কালো মেঘ !
ঠিক তো বলি,
কবির মেঘে কেন লাগাবে কাঁচি,
কবির মেঘে কেন লাগাবে কাঁচি,
বাহারি অমন খোঁপা দেখে রোজ যে আমি বাঁচি!
বলতে চাইছো,
আমি বইবো সেকেলে বোঝা,
ফ্যাশানহীন পাখির বাসা রোজ বাঁধা কি সোজা?
আরে নানা,
আধুনিক তুমি, ওগো বধূ সুন্দরী,
আধুনিক তুমি, ওগো বধূ সুন্দরী,
ছোট চুলেও, কবির মনের তুমি ডানাকাটা পরী!
কিন্তু,
যেমন আমার মুখে গড়ন, খায় না যদি খাপ,
যদি লাগে বিচ্ছিরি, সে তো আরেক অভিশাপ!
তাও বটে,
থাক না তবে লম্বা বিনুনি ঝুলে,
থাক না তবে লম্বা বিনুনি ঝুলে,
আমি না হয় আগের মতন সাজিয়ে দেব ফুলে !
ধ্যাৎ,
লম্বা চুলে অনেক হ্যাপা, হতে চায় না ড্ৰাই,
ছোট চুলে ফুরফুরে মন, ট্রাই করতে চাই !
ঠিক বলেছো,
কেটেই ফেলো, কিই বা হবে ক্ষতি?
কেটেই ফেলো, কিই বা হবে ক্ষতি?
গজিয়ে তো যাবেই আবার যদি বদলায় মতি !
বলছো?
তবে কি হবে ওই বাহারি ক্লিপ আর ফিতে?
মিষ্টি হেসে নিয়েছিলে আমার হৃদয় জিতে?
তবে কি হবে ওই বাহারি ক্লিপ আর ফিতে?
মিষ্টি হেসে নিয়েছিলে আমার হৃদয় জিতে?
গিন্নি,
সে তো আজ থেকে অনেক বছর আগে,
সে তো আজ থেকে অনেক বছর আগে,
এখন কি আর ক্লিপ ফিতেতে পুরাতন প্রেম জাগে?
সব্বনাশ, কোন পেত্নী চেপেছে তোমার ঘাড়ে,
এই বয়সে প্রেম করছো কার সাথে চুপিসাড়ে!!
তাই তো ভাবি কিসের এতো অফিস যাবার তাড়া,
বেরোও না আর বাড়ি থেকে পকেটে চিরুনি ছাড়া !
আমার চুলে বব বিনুনি, কীই বা এসে যায়,
কুড়ি বছর বাদে বললে প্রেম 'পুরাতন', হায় !
দুর দূর কি যে বলো তুমিই আমার প্রিয়ে,
সুখ দুঃখ লাভ লোকসান সবই তোমায় নিয়ে।
বড় চুলে তুমি মাধুরী, তুমিই মালিনী হেমা
[কি বলতে কি বলেছি , এবার ছেড়ে দে মা]!
ছোট চুলেও তুমি সুন্দর, তুমি Katrina কাইফ,
বব বিনুনি,যাই বাঁধোনা, তুমিই আমার লাইফ !!
[গিন্নি গদগদ]
ইশ শ ......
আসল কথা বাদ দিয়ে বললে বাকি সব,
আসল কথা বাদ দিয়ে বললে বাকি সব,
বললে না তো চুলটা আমি করবো কিনা বব !!!
উফফ জোর বেঁচে গেছি।......কি কঠিন প্রশ্ন।....কোনো সঠিক উত্তর নেই.......
ইতি কর্তা
[ps : পরের প্রশ্ন লিভিং রুমের পর্দার রঙ কি করা যায়। ...ভেবেই ভয় লাগছে।..কোনো সঠিক উত্তর নেই....]