সত্য ঘটনার ওপর আধারিত:
http://www.newindianexpress.com/nation/2017/jan/11/rams-name-in-rainbow-replaced-in-bengals-textbooks-1558602.html
আকাশ যখন পড়ছে ভেঙে, বৃষ্টি মুষলধারে,
গাছগাছালি ভিজছে যখন চুপটি নদীর পারে,
সূয্যি যখন খুঁজছে কেবল মেঘের মাঝে ফাঁক,
কিচিমিচিয়ে বাসায় যখন ফিরছে পাখির ঝাঁক,
আমি তখন গুলছি বসে প্যালেটে রঙের মেলা .....
শীতল হাওয়া মুচকি হেসে উড়িয়ে আঁচলখানি,
ইশারা করে দুষ্টু মুখে দেয় সুয্যিকে হাতছানি ,
কালো মেঘ ভীষণ রাগি, গমগমে হুঙ্কার,
সূয্যি মামা ফাঁকটি পেয়ে, রশ্মি ঝড়ায় তার,
আমি তখন একোন ওকোন ভাসাই রঙের ভেলা ...........
আমায় দেখে মুগ্ধ হয়ে কবি বাঁধেন গান,
পেখম মেলে ময়ূর তখন নেচে ভরায় প্রাণ,
প্রেমিক দেখি উদাস হয়ে আমার দিকে চায়,
আমার সাতটি রঙের ভেতর প্রিয়কে খুঁজে পায়,
আমি তখন শুরু করি লুকোচুরি খেলা ..........
বেশ তো ছিলাম সবার মনে রামধনুটি হয়ে,
বৃষ্টি শেষে হাজির হোতাম খুশির বার্তা বয়ে,
আকার আমার রামের ধনুক, রূপকথার রেশ,
রঙিন যেন সিতার আঁচল ভাবতে ভালো বেশ !
তোমরা মানুষ জটিল বড়, এমন কুটিল মন,
প্রকৃতিতেও দিছো ভরে ধর্মের বিভাজন!
আমার স্রষ্টা একই, যিনি দিলেন রঙ আর আলো,
তোমরা তাতে ঘৃণা ঘেঁটে করছো কেন কালো?
দিলে আমার নাম বদলে, রোমাঞ্চে জল ঢেলে,
রামধনু কে রঙধনু করে কয়খানা ভোট পেলে?
থাক না কিছু জিনিস আজও, যেমন ছিল আগে,
নাইবা ছুঁলে তাদের, যাতে কেবলই প্রেম জাগে!
http://www.newindianexpress.com/nation/2017/jan/11/rams-name-in-rainbow-replaced-in-bengals-textbooks-1558602.html
![]() |
pc: discoverykids.com |
আকাশ যখন পড়ছে ভেঙে, বৃষ্টি মুষলধারে,
গাছগাছালি ভিজছে যখন চুপটি নদীর পারে,
সূয্যি যখন খুঁজছে কেবল মেঘের মাঝে ফাঁক,
কিচিমিচিয়ে বাসায় যখন ফিরছে পাখির ঝাঁক,
আমি তখন গুলছি বসে প্যালেটে রঙের মেলা .....
শীতল হাওয়া মুচকি হেসে উড়িয়ে আঁচলখানি,
ইশারা করে দুষ্টু মুখে দেয় সুয্যিকে হাতছানি ,
কালো মেঘ ভীষণ রাগি, গমগমে হুঙ্কার,
সূয্যি মামা ফাঁকটি পেয়ে, রশ্মি ঝড়ায় তার,
আমি তখন একোন ওকোন ভাসাই রঙের ভেলা ...........
আমায় দেখে মুগ্ধ হয়ে কবি বাঁধেন গান,
পেখম মেলে ময়ূর তখন নেচে ভরায় প্রাণ,
প্রেমিক দেখি উদাস হয়ে আমার দিকে চায়,
আমার সাতটি রঙের ভেতর প্রিয়কে খুঁজে পায়,
আমি তখন শুরু করি লুকোচুরি খেলা ..........
বেশ তো ছিলাম সবার মনে রামধনুটি হয়ে,
বৃষ্টি শেষে হাজির হোতাম খুশির বার্তা বয়ে,
আকার আমার রামের ধনুক, রূপকথার রেশ,
রঙিন যেন সিতার আঁচল ভাবতে ভালো বেশ !
তোমরা মানুষ জটিল বড়, এমন কুটিল মন,
প্রকৃতিতেও দিছো ভরে ধর্মের বিভাজন!
আমার স্রষ্টা একই, যিনি দিলেন রঙ আর আলো,
তোমরা তাতে ঘৃণা ঘেঁটে করছো কেন কালো?
দিলে আমার নাম বদলে, রোমাঞ্চে জল ঢেলে,
রামধনু কে রঙধনু করে কয়খানা ভোট পেলে?
থাক না কিছু জিনিস আজও, যেমন ছিল আগে,
নাইবা ছুঁলে তাদের, যাতে কেবলই প্রেম জাগে!